নিজস্ব প্রতিবেদন:-
মামলায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদসহ বিএনপির পাঁচ জনের নামে এবং অজ্ঞাত অন্তত ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ২০ কোটি টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়েছে। বুধবার দুপুরে রাজবাড়ীর দুই নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু।
মামলার আসামিরা হলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মো. আবু সাঈদ চাঁদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সংসদ সদস্য অ্যাড. নাদিম মোস্তফাসহ অজ্ঞাত আরও ৩০ জন। মামলার বাদি টিপু বলেন, ১৯ মে রাজশাহী জেলা বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উসকানিমূলক এবং মানহানীকর বক্তব্য দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অবিলম্বে চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
আরও পড়ুন: গায়ে পড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি: কাদের রাজবাড়ী বার অ্যাসিয়েশনে আইনজীবী (জিপি) আনোয়ার হোসেন বলেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন। এখনও আদেশ পাওয়া যায়নি। আদালতে মামলা দায়েরের সময় অপধ্যাপক নজরুল ইসলাম খান, হারুন-অর রশিদ মানিক, বিএম এহতেশাম, এনায়েত শেখ উপস্থিত ছিলেন।