Wednesday , 6 March 2024 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

বেলকুচিতে বিএনপির পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা।

প্রতিবেদক
Staff Reporter
March 6, 2024 6:53 pm

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ ৫ আসন বেলকুচিতে কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিম এর দিকনির্দেশনায় জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপির ইউনিয়ন বিএনপি ওয়ার্ড বিএনপি ও পৌর বিএনপির আহবায়ক কমিটিকে পূর্নাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ৬ মার্চ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় তামাই গ্রামে উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম আজম।
এসময় তিনি বক্তব্যে বলেন, দীর্ঘ ১৫ বছর দল ক্ষমতায় না থাকায় দফায় দফায় বৈঠক করে আহবায়ক কমিটি গঠন হলেও সেগুলো রয়ে গেছে খাতা কলমে, করতে পারেনি পূর্নাঙ্গ কমিটি। যার কারেন দল নড়বড়ে অবস্থা, দলের মধ্যে গ্রুপিং, সঠিক নেতা ও মাঠে সঠিক নেতৃত্ব না থাকায় নেই কোন কর্মীদের সমঝোতা, আর এ কারনেই রাজপথে নামতে ও মিছিল মিটিং করতে পারছেনা বিএনপি। তাই দলকে সুসংগঠিত করে দলের মধ্যে সঠিক নেতা নির্ধারণ করে রাজপথে আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে হবে।

তিনি আরও বলেন, হামলা মামলা দেখে ভয় করলে চলবে না। সরকার আর কত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে, মিথ্যা মামলার আসামি বানিয়ে জেল ভর্তি করে ফেলেছে, তাতেও পিছু হটেনি বিএনপি। এরই মধ্যে সিরাজগঞ্জে দলীয় মিথ্যা মামলার আসামি হওয়ায় ৬৫০ জন নেতাকর্মীদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। এরা দলের মধ্যেও থাকবে মর্যাদার উচ্চ আসনে। আর যারা হামলা মামলা ও নেতৃত্ব দিতে ভয় করেন তারা স্বেচ্ছায় পদ থেকে অব্যহতি দিয়ে পদ ছেড়ে দিন। আমরা সেখানে সঠিক সৎ সাহসী নেতা নিযুক্ত করে পূর্নাঙ্গ কমিটি দেবো ইনশাআল্লাহ।

বক্তব্যে নেতাদের উদ্দেশ্য করে বলেন, সামনে উপজেলা নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করবেনা, তাই বিএনপির কোন নেতা যদি অন্য কোন দলের হয়ে নির্বাচন করে কেন্দ্রীয় কমিটির নির্দেশে তাকে আজীবন বহিষ্কার করা হবে বলে জানান তিনি।

এসময় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক হাজী আকছেদ আলী প্রামানিক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কেরামত আলী তালুকদার, সালাম মুন্সি, তুহিন মেম্বার।
শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল সরকার, থানা যুবদলের আহবায়ক শামীম সরকার, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জাহিদ তালুকদার, ছাত্র দলের সদস্য সচিব রিজন আহাম্মেদ সহ আরও অনেকে।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

উপজেলা পরিষদ নির্বাচন : ভোট কেন্দ্রের নিরাপত্তা থাকবে ৬৪৮ জন আনসার সদস্য।

রংপুরে তিস্তার পানি বিপৎসীমার ওপরে নিম্নাঞ্চল প্লাবিত।

রংপুরের মহিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত তিস্তা সেতুর বাতি জ্বলে না গত কয়েক মাস ধরে।

কালীগঞ্জে ৫ সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালতের করা জেল জরিমানার অধিকতর তদন্তের দাবি জানিয়েছে বিএমইউজে।

মধুপুর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে।

জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে, আন্দোলনে সকল ছাত্র, জনতা শহীদের আত্মার মাগফেরাত দোয়া মাহফিল।

ব্যারিস্টার সুমন আসবেন ফুটবল খেলতে রাজবাড়ীর বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে ,,,,,,,,,,,,,,,,আয়োজনে বি এন বি এস

গতকাল স্বর্গীয়া রেভা দাশ গুপ্তা’র বার্ষিক ক্রিয়া সীতাকুণ্ড মন্দিরে সম্পর্ণ করা হয়েছে।

ঘোড়াঘাটে অবশেষে প্রতারক শামীম পুলিশের খাঁচায় বন্দী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করলেন শামীম ওসমান