Saturday , 25 November 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

থানায় সাধারণ ডাইরী করায় প্রতিপক্ষের হামলায় আহত রিটু মেডিকেল ভর্তি।

প্রতিবেদক
Staff Reporter
November 25, 2023 4:52 pm

থানায় সাধারণ ডাইরী করায় প্রতিপক্ষের হামলায় আহত রিটু মেডিকেল ভর্তি।

মাটি মামুন রংপুর।

থানায় সাধারণ ডাইরী করায় প্রতিপক্ষের হামলায় আহত রেজাউল করিম (রিটু) মেডিকেল ভর্তি।

স্থানীয় ও থানার অভিযোগ সূত্রে জানা যায়।
রংপুর নগরীর কুকরুল আগরপাড়া এলাকার বাসিন্দা
সিরাজুল ইসলাম এর পুত্র রেজাউল করিম রিটু (৩২) কে ০১৭১৭১৯৪২৯৭ তার সেল ফোন নাম্বারে হুমকি দিয়ে আসছে সদর হাসপাতাল ক্যাম্পাস এর বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা মৃত-সোবহান আলী পুত্র জুয়েল মিয়া (২৭)। মোবাইল ফোনের মাধ্যমে ভয়ভীতি দেখানোর কারণে গত ১৫/১১/২০২৩ রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানায় একটি সাধারণ ডাইরী করেন রিটু পরশুরাম থানার জিডি নং-৬৩৪,তারিখ-১৫/১১/২০২৩পরবর্তীতে
জুয়েল মিয়া বিষয়টি জানতে পেরে ঘটনার দিন ১৬/১১/২০২৩ সকাল০৯.টা দিকে নাউয়াটারী নিউ ইঞ্জিনিয়ারপাড়া ব্রীজের সামনে রেজাউল করিম রিটুর
দেখা পেয়ে জুয়েল ও তার ভারাটে গুন্ডারা উক্ত জিডির কারণে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ ধাক্কা ধাক্কি করে। ধাক্কা ধাক্কির এক পর্যায়ে জুয়েল ও তার ভারাটে গুন্ডা ৫/৬ জন তাকে লোহার পাইপ দ্বারা এলোপাথারিভাবে তার শরীরের বিভিন্ন জায়গায় মারপিট করে ছেলা ফোলা জখম করে ।
সে সময় তার পরিহিত জিন্স প্যান্টের পিছনের বাম পকেটে থাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা ছিনিয়ে নেয়।সেই সময় গঙ্গাচড়া থানা ধিন হাবু পাঁচমাথা এলাকার লোকমান হোসেনের পুত্র মেহেদী হাসান মুরাদ (২৭) ও পথচারী আরো অনেকে এগিয়ে আসলে জুয়েল ও তার ভারাটে গুন্ডারা বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পড়ে তাকে গুরুতর অবস্থায় অটোরিকশা যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা নেন রিটু, যার রেজি: নম্বর-২৩১২৭৯ টিকিট নম্বন-১৫৩৬০/০৮।রেজাউল করিম রিটু বলেন জুয়েল এর বাবা মুক্তিযুদ্ধা তাই সে আমাকে বিভিন্ন ভাবে মার ড্যাং করে এবং ভয় ভিতি দেখিয়ে বলে পুলিশ আমার পকেটে থাকে পারলে আমার চুল ছিড়ে দেখান।
আমি আইন শৃঙ্খলা কে সম্মান করি তাই থানায় এসে জুয়েল সহ ৫/৬ জনের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলাম আপনারা আমাকে সহোযোগিতা করবেন যাতে আমি সুষ্ঠ বিচার পাই।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রংপুরে যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল।

জীবন নদীর মতো কলমে ইয়াস।

নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম উত্তর জেলা শাখা চট্টগ্রাম, জয় দাস গুপ্ত, আহবায়ক।

সশস্ত্র মহড়া দিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বাবলা বাহিনীর বিরুদ্ধে।

শেরপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালিত।

র,মে,ক,হাসপাতালে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ এর চিঠি দিয়েছেন পরিচালক কে।

কুষ্টিয়া র‍্যাব -১২ এর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ওরফে আরিফ বাপ্পীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালের পর তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মোঃ নুরুজ্জামান রাজু হবিগঞ্জ জেলা প্রতিনিধি সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পদ থেকে মো. মোশারফ হোসেনকে অব্যাহতি দেওয়া হলো।’ জানা গেছে, গত শুক্রবার বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, বাপ্পী অজ্ঞাত এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন ও তাকে উড়ো চুম্বন দিচ্ছেন। গোসলরত তরুণীকে দেখে এক পর্যায়ে বাপ্পী নিজেও বিবস্ত্র হয়ে পড়েন। পরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে ছাত্রলীগে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী ভিডিওটি এডিটিং করা হয়েছে বলে তার ফেসবুক পোস্টে দাবি করেন। এবং তিনি এই মর্মে বানিয়াচং থানায় ডিজি করেন । সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন জানান, রোববার রাতে বাপ্পীকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে তার জায়গায় কাউকে এখনও ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়নি।

ধামইরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ।

দুই সাংবাদিক নেতার মুক্তির দাবিতে ডিইউজে’র বিক্ষোভ সমাবেশ