Monday , 29 May 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

২৬বছর পর হত‍্যা মামলার রায় তিন আসামীর যাবজ্জীবন কারাদন্ড।

প্রতিবেদক
Staff Reporter
May 29, 2023 6:32 pm

মোঃ জাহিদ হোসেনঃ-দিনাজপুর প্রতিনিধি:-

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় এক নৈশ প্রহরীকে হত‍্যায় ২৬বছর পর মামলায় অভিযুক্ত তিন আসামীকে যাবজ্জীবন এবং একজনকে বেখসুর খালাশ দিয়ে রায় দিয়েছেন আদালত। ২৯মে সোমবার দুপুর ১২টা ৩০মিনিটে এ রায় দেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলালত ২ স্পেশাল ট্রাইবুনাল -৩এর বিচারক শ‍্যাম সুন্দর রায়। আদালতের রায়ের প্রক্ষিতে পুলিশের দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন এবং মামলার এজাহার সুত্রে জানা যায় দিনাজপুরের চিরির বন্দর উপজেলার উওর ভোলানাথপুর গ্রামের বাসিন্দা মিল ও চাটালের নৈশ প্রহরী তজিম উদ্দিনকে কারেন্টের হাট নামক এলাকা থেকে ডেকে নিয়ে গিয়ে হত‍্যা করে পাশ্ববর্তী ধামুরা পুকুরের কচুরীপানার ভিতর লাশ লুকিয়ে রাখে।

তজিম উদ্দীনের স্ত্রী আরজীনা পারভীন অনেক খোজাখুজি করতে থাকে।এভাবে অতিবাহিত হবার দুদিন পর স্থানীয় প্রতিবেশীরা এসে জানায় তার স্বামীকে কে বা কাহারা হত‍্যা করে ধামুরা পুকুরের কচুরিপানার ভিতর ডুকিয়ে রেখেছে।ঘটনাস্থলে গিয়ে মৃত তজিম উদ্দীনের স্ত্রী তার স্বামীর মৃতদেহ পুলিশ পুকুরের কচুরীপানা থেকে উদ্ধার করেছে। দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের তজিম উদ্দিনকে তার স্ত্রী আরজিনা পারভীন .তার স্বামী তমিজউদ্দীনকে দুইদিন থেকে খুঁজে না পাইলে চিরিরবন্দর থানায় একটি হত্যা মামলা করেন۔

হত্যা মামলার অভিযোগ সূত্রে জানা যায় পারভীনের স্বামী চিরিরবন্দর উপজেলার শামসুদ্দিনের মিলে রাতের বেলা চাটালে নাইট গার্ডের চাকরি করতেন! চাকরি চলাকালীন কারেন্টের হাটবাজারে বিকাল পাঁচটায় গিয়েছিলেন স্থানীয় লোকজন তার স্ত্রীকে জানান . দুইদিন অতিবাহিত হয়ে গেলেও তার স্বামীকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন ! স্থানীয় প্রতিবেশীরা আমাকে দুইদিন পর জানান চিরিরবন্দর উপজেলার ধামুরা পুকুরের কচুরিপানার ভিতর আমার স্বামীর মরদেহ কচুরিপানার ভিতরে পড়ে আছে আমি গিয়ে দেখি . পুলিশ আমার স্বামীর মরদেহ উদ্ধার করেছেন ! এই ঘটনায় মৃত তজিম উদ্দীনের স্ত্রী চিরির বন্দর থানায় একটি হত‍্যা মামলা দায়ের করেন।এ ঘটনায় পুলিশ তদন্ত শেষে ঘটনার সাথে সম্পৃক্ত কয়েকজনের নাম উল্লেখ করে আদালতে একটি চার্যসিট দাখিল করেন।

মৃত তজিম উদ্দিনের স্ত্রীর থানায় দায়েরকৃত হত্যা মামলায় পরিপেক্ষিতে ২৬ বছর পর ২৯মে সোমবার দুপুর সাড়ে বারোটায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ২ স্পেশাল ট্রাইবোনাল-৩ এর বিচারক শ্যাম সুন্দর রায় সাক্ষী প্রমানে সত্যদার ভিত্তিতে ১৯জনের সাক্ষ গ্রহন শেষে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০হাজার টাকা জরিমানা।অনাদায়ে আরো ৬মাসের কারাদন্ডে দন্ডিত করে এ রায় ঘোষনা করেন। যাবজ্জীবনপ্রাপ্ত আসামীরা হলো চিরিরবন্দর উপজেলার দক্ষিন সুখদেবপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে জমির উদ্দীন, উওর ভোলানাথপুর গ্রামের মৃত জমিরের পুত্র আব্দুল লতিফ এবং একই গ্রমের কাচুয়া শাহার ছেলে শামসুল হক। এবং আব্দুল কাফি নামের এক ব‍্যক্তির বিরুদ্ধে কোন সাক্ষ প্রমানাদি না পাওয়ায় তাকে বেখসুর খালাস করে দেন বিচারিক আদালত। লিশ দীর্ঘদিন তদন্তের পর এবং তদন্ত শেষে পরিকল্পিত হত্যা অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে। তবে এই মামলায় আদালতে একজন আসামির সাক্ষী প্রমান না পাওয়ায় আব্দুল কাফিকে আদালত খালাস করে দেন।  রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান পিপি সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন বিজ্ঞ বিচারক শ্যাম সুন্দর রায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে এ রায় দিয়েছেন।আদালতের এ রায়ে খুশি হয়েছেন বাদী ও তার পরিবারবর্গ।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মাদ্রাসার ফ্লোর (টাইলসের) নির্মাণ ঘোষণা দিলেন বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী জাকির হোসেন বুলবুল

শ্রীলংকা নির্বাচন কমিশনের চেয়ারম্যানের সাথে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং আমার ছেলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আধুনিক নগর উপহার দেব।–মেয়র জায়েদা খাতুন

একজন রিকশাওয়ালাকে পুলিশের মানবতার সেবা 

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৭ম শ্রেনীর শিক্ষার্থীর বিপ্লব হোসেনের।

রংপুরে ডেঙ্গু আক্রান্ত ১৫০০ ছাড়িয়েছে, মৃত্যু ২।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ওরফে আরিফ বাপ্পীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালের পর তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মোঃ নুরুজ্জামান রাজু হবিগঞ্জ জেলা প্রতিনিধি সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পদ থেকে মো. মোশারফ হোসেনকে অব্যাহতি দেওয়া হলো।’ জানা গেছে, গত শুক্রবার বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, বাপ্পী অজ্ঞাত এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন ও তাকে উড়ো চুম্বন দিচ্ছেন। গোসলরত তরুণীকে দেখে এক পর্যায়ে বাপ্পী নিজেও বিবস্ত্র হয়ে পড়েন। পরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে ছাত্রলীগে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী ভিডিওটি এডিটিং করা হয়েছে বলে তার ফেসবুক পোস্টে দাবি করেন। এবং তিনি এই মর্মে বানিয়াচং থানায় ডিজি করেন । সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন জানান, রোববার রাতে বাপ্পীকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে তার জায়গায় কাউকে এখনও ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়নি।

পটুয়াখালী সদর উপজেলাধীন পশ্চিম আউলিয়াপুর গ্ৰামে ট্রাক্টর চুরি ঘটনাকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসীদের আক্রমণের শিকার ১।

কাউনিয়ার চরাঞ্চল প্লাবিত: গদাই গ্রামে নদী ভাঙন বৃদ্ধি ।

রাঙ্গার আসনে মনোনয়ন ফরম কিনলেন আল মামুন।