বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে বৌদ্ধ ভিক্ষুরা
মোঃ দেলোয়ার হোসেনঃ রাঙ্গামাটি প্রতিনিধি:-
রাঙ্গামাটি জেলার দুর্গম কাপ্তাই উপজেলায় ৪ নং ইউনিয়ন ২ নং ওয়ার্ডে হরিণ ছড়া এলাকায় এলাকায় বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করেন বৌদ্ধ ভিক্ষুরা।
বুধবার ( ৪ সেপ্টেম্বর ) দুপুরে ত্রাণ
বিতরণের সময় উপস্থিত ছিলেন পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থা অর্থ সম্পাদক এবং বিলাই ছড়ি বাজার সার্বজনীন বৌদ্ধ বিহারে বিহার উপাধ্যক্ষ ভদন্ত করুণা তিষ্য ভিক্ষু, সাংগঠনিক সম্পাদক ভদন্ত অভয়া তিষ্য ভিক্ষু। এছাড়া ও উপস্থিত ছিলেন পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থার স্বেচ্ছাসেবক বৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন পালবার লিংক সেন্টারের সাধারণ সম্পাদক অংচা খই মারমা (কার্বারী) এবং পালবার লিং সেন্টার শিশুসদনের স্বেচ্ছাসেবক বৃন্দ।
ত্রাণ সামগ্রীর পরিমাণ:-
১। চাল ১০ কেজি×৬০ টাকা = ৬০০ টাকা।
২। ডাল ১ কেজি ১০০টাকা।
৩। আলু ২ কেজি × ৫০টাকা = ১০০টাকা।
৪। নাপ্পি ৫০০গ্রাম =২০০টাকা।
৫। পেঁয়াজ ১কেজি = ১০০ টাকা।
৬। রসুন ২৫০গ্রাম = ৬০টাকা।
৭। লবণ ১ কেজি = ৪০ টাকা।
৮। তেল ১ লিটার = ১৪০ টাকা।
৯। মেডিসিন সামগ্রী= ১০০টাকা৷
১০।সাবান ১পিস=৬০টাকা।
সর্বমোটঃ ১৫০০টাকা।