বিকাশ দাশগুপ্ত বিশেষ প্রতিনিধিঃ
গত ৯ দিন টানা বৃষ্টি তে পানি নিস্কাশন না হওয়ায় চরম দুভোগে পড়েছে রাউজান ডাবুয়া প্রকল্প এলাকার ও রাউজান বাসিন্দারা। শত শত পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। যার ফলে লোকজন খাবারের কষ্ট এবং গৃহ পালিত পশু নিয়ে খুবই দুবিসহ দিনযাপন করেছেন। একই সাথে গত দুই দিন এই এলাকায় পল্লী বিদ্যুৎ সরবরাহ ব্যহত হচ্ছে।
রাউজান চট্টগ্রাম উত্তর রাউজান উপজেলা গত ৪৮ ঘন্টায় ১০২ মিলিমিটার বৃষ্টি পাত কের রেকর্ড হয়েছে। গত ২০ এবং ২১ তারিখ আগস্ট সকাল থেকে বিকাল ৫ টা পযন্ত রাউজান সদর উপজেলা রাউজান পৌরসভার ফকিরহাট ডুবে গেছে গত কাল রাএী ২২ আগস্ট ফকিরহাট বাজার ডুবে যায় এ বিভিন্ন দোকানে পানি উঠে গেছে সওদাগরের পানি বন্দি ছিলেন এবং সড়ক চলাচল বন্ধু ছিল বিভিন্ন স্থান বন্যার পানি থেকে কষ্ট পেয়েছে রাউজান দক্ষিণ নোয়াপাড়া ও উত্তর গুজরা বাসিন্দার অনেক মানুষ কষ্ট রয়েছে বাসি মহাজনের স্কুলের দক্ষিণ পাসের কিছু ঘর বাড়ি ডুবে গেছে এই সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার সাবেক কমিশনের স্বতন্ত্র প্রার্থী এবং নিসচা কেন্দ্রীয় কাযকরী কমিটির সদস্য চট্টগ্রাম উত্তর জেলা শাখা নিরাপদ সড়ক চাই উপদেষ্টা বিকাশ দাশ গুপ্ত চট্টগ্রাম উত্তর জেলা শাখার নিরাপদ সড়ক চাই এর সম্মানিত আহবায়ক জয় দাশ গুপ্ত এবং অন্তর দাশ গুপ্ত সকল সদস্য বিন্দু ছিলেন ডুবে যায়র মানুষ গুলোর মাঝে সোকনো খাদ্য বিতরণ করা হয় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার সাবেক সফল সভাপতি ইলিয়াস রহামান সেলিম রেজা মাস্টার