Wednesday , 21 August 2024 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

পীরগাছায় সাংবাদিক হাফিজার রহমান কে হত্যার চেষ্টা,মোটরসাইকেল ভাংচুর ।

প্রতিবেদক
Staff Reporter
August 21, 2024 7:39 pm

পীরগাছা (রংপুর) প্রতিনিধি :-

রংপুরের পীরগাছায় দৈনিক দাবানলের প্রতিনিধি সাংবাদিক হাফিজার রহমানের উপর হামলা চালিয়ে মারপিট করা হয়েছে। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে সাংবাদিক হাফিজার রহমানকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। গতকাল বুধবার সকালে উপজেলার নটাবাড়ী বাজারে এঘটনা ঘটে। প্রকাশ্যে দিনের বেলা আবু সাঈদ নামে এক ব্যাক্তি এ হামলা চালান। বর্তমানে সাংবাদিক হাফিজার রহমান পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে পীরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে পূর্বপরিকল্পিত ভাবে সাংবাদিক হাফিজার রহমানের উপর হামলার তীব্র নিন্দা জানান সাংবাদিকবৃন্দ। অবিলম্বে হামলাকারী আবু সাঈদকে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

জানা গেছে, দৈনিক দাবানলের পীরগাছা উপজেলা প্রতিনিধি হাফিজার রহমান তার নিজ বাড়ি থেকে পীরগাছা আসার পথে তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ী বাজারে একটি চায়ের দোকানে দাড়ান। এসময় ওৎ পেতে থাকা ওই এলাকার কিসমত উল্ল্যার ছেলে আবু সাঈদ পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে লাঠিসোঁটা নিয়ে সাংবাদিক হাফিজার রহমানের উপর হামলা চালায়। তাকে বেদম মারপিট করে এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। এসময় তার ব্যবহৃত টিভিএস মোটরসাইকেলটি ব্যাপক ভাংচুর ও মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলেন হামলাকারী আবু সাঈদ ও তার লোকজন। ঘটনার সময় সাংবাদিক হাফিজার রহমানের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এরপরও হামলাকারী আবু সাঈদ তাকে মেরে ফেলার জন্য ভাড়াটিয়া লোকজন ডেকে আনলে খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং হাসপাতালে ভর্তি করেন।

সাংবাদিক হাফিজার রহমান বলেন, আমি বাড়ি থেকে এসে চা দোকানে দাড়ানো মাত্র তারা আমার উপর হামলা চালায়। আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা আমাকে হত্যার চেষ্টা চালায়। আমি থানায় অভিযোগ দিয়েছি। এদিকে সাংবাদিক হাফিজার রহমানের উপর হামলা, মোটর সাইকেল ও মোবাইল ফোন ভাংচুর করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পীরগাছার কর্মরত সাংবাদিকবৃন্দ। অবিলম্বে হামলাকারী আবু সাঈদকে দ্রুত গ্রেফতার করার দাবি জানান সাংবাদিকবৃন্ধ।ৱ এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, সাংবাদিক হাফিজার রহমান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, বিষয়টি তদন্তধীন রয়েছে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

হুজুর,হরযত মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেবের বিদায়ী সংরর্ধনা।

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ ব্যবসায় বাদা দেওয়ায় প্রতিবেশীর উপর হামলা রমেকে ভর্তি তিন।

বাংলাদেশ আওয়ামি লীগ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আতিক আজিজ

গাইবান্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের উপর আলোচনা সভা অনুষ্ঠিত।

একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের কার্যকরী কমিটি গঠন।

বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির ২০২৩ ও ২০২৪ নির্বাচনী কমিটিতে ৬ নং ব্যালোটে মোঃ আকবর হোসেন  ভোট দোয়া প্রার্থী 

আক্কেলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

লাইসেন্সবিহীন জনৈক মোমিন কাজীর ছত্রচ্ছায়ায় এলাকায় বাল্যবিবাহের হিড়িক।

আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভবন ধ্বসে পরে এক স্কুল ছাত্র গুরুতর আহত।