মনজুর সরকারঃ ক্রাইম রিপোটার :-
গাজীপুর মহানগর ১৪ নং ওয়ার্ডের বাসন হক মার্কেট সংলগ্ন মাদক ইয়াবা সম্রাট বি্ল্লাল সরকারের বাড়ি বাসন থানা পুলিশ হামলা দেয় ০৩/০৭/২৪ ইং রাত আনুমানিক ৮.৩০ ঘটিকার সময়। মাদক সম্রাট বিল্লাল সরকার তখন বাড়ির সামনে মাদক ডেলিভারি করতেছিল সাথে ২/৩ জন লোক ছিল বাসায় পুলিশ ঢুকতে দেখে সে ও তার সাথে সঙ্গিয় লোক নিয়ে পালিয়ে যায় যার প্রমান থানা পুলিশ লোক দৌড়াতে দেখে সেদিকে এগিয়ে যায় কিন্তু ততক্ষনে তারা পালিয়ে যায় কিন্তু থানা পুলিশ সেখানে পড়ে থাকা মাদক সম্্রাট বিল্লাল সরকারের মোবাইল পেয়ে যায় তারপর থানা পুলিশ তার বাসায় ঢুকতে গেলে মাদক সম্রাট বিল্লাল সরকারের স্ত্রী নিলুফা বেগম প্রথম বাধাঁ দেয়। পরে পুলিশের ধমকে পড়ে কেচি গেট খুলে দেয়।
মূল কথায় আসি মাদক সম্রাট বিল্লাল সরকারের বিরুদ্ধে কোটে বেশ কয়েকটি মাদক মামলা চলমান এই মামলা গুলোতে সে জামিনে আছে, আর মাদক সম্ম্রাট বিল্লাল সরকারের এই মাদক ইয়াবা ব্যবসা ও মামলাগুলো পরিচালনা করে তার স্ত্রী নিলুফা বেগম যাকে বলে মাদক সম্রাট বি্ল্লাল সরকারের মাদক সাম্রাজ্যের রানী। তারপরে বাসন থানা পুলিশ ঘরে ঢুকে তল্লাশী করে ৩০ /৩৫ টি গ্যাস ম্যাচ ও মাদক ইয়াবা খাওয়ার সরঞ্জাম যাকে বলে ফুয়েল বোতলের মুখ্খা, সবচেয়ে বড় কথা হল বাসায় ৪/৫ টি এনড্রোয়েট ফোন পেয়েছেএর মধ্যে একটি দামী আই ফোনও রয়েছে এবং মাদক সম্রাট বিল্লাল সরকারের যে মোবাইল টি পেয়েছে পুলিশ সেই মোবাইলের ছবি চেক করতে গিয়ে পেয়ে গেল মূল তথ্য বহু ছবি পেয়েছে মাদক ইয়াবা কেনা বেচা করার জন্য, ইয়াবা ট্যাবলেট সেম্পলের ছবি প্রতিটি ছবিতে রয়েছে ১০০/১৫০ পিস ইয়াবা টাবলেটের ছবি বিবিম্ন প্লেটে সাদা মোড়কে মোড়ানো তখন ইয়াবা রানী নিলুফা বেগম সব স্বিকার করে ব্যবসার কথা আরো বলে কিছু লোকের নাম যারা এই ব্যবসার সাথে জড়িত এবং মদত দাতা এখন তাদের নাম প্রকাশ করা যাবে না তারপর বাসন থানার এস আই হানিফ ইয়াবা সম্ম্রাট বিল্লাল সরকারকে থানায় হাজির হতে বলে তানা হলে পরবর্তিতে ধরে নিয়ে যাবে বলে নির্দেশ করে ঘটনা স্থল ত্যাগ করে এবং আমিও তার সাথে চলে আসি।
নিউজ পাঠক ভাই দের বলছি অত্র এলাকায় আমার বাসা এই ঘটনা যখন ঘটে তখন আমি বাসন হক মার্কেট নামে একটি বাজার রয়েছে সেখানে এলাকার লোকের সাথে চায়ের দোকানে বসা এবং এই মাদক সম্রাট বিল্লাল সরকারের বাসা এই বাসন হক মার্কেট বাজার সংলগ্ন হঠাৎ করে জনৈক অয়নাল নামে এক ব্যক্তি এসে চায়ের দোকানে বলে মাদক সম্রাট বিল্লালের বাড়ী পুলিশ অভিজান দিচ্ছে তখন রাত আনুমানিক ৯.০০বাজে আমি এ কথা শুমে ঘটনা স্থলে যাই এবং সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করি।
ঘটনার পরদিন ০৪/০৭/২৪ ইং সকালে আআনুমানিক
সকাল ৮.০০ ঘটিকার সময় চা খাওয়ার জন্য বাসন হক মার্কেট বাজারে যাই বাজারে দাড়িয়ে কোন দোকানে চা খাব ভাবছি ঠিক সেই মুহুর্তে আমি সাংবাদিক মনজুর সরকারের উপর পেছন দিক থেকে মাদক রানী নিলুফা বেগম মাদক সম্রাট বিল্লাল সরকারের স্ত্রী এসে বলে তুই গতকাল আমার বাসায় গিয়েছিলি কেন তুই আমার বাসায় পুলিশ পাঠিয়েছিস এই বলে আমাকে টানা হেচড়া করে
আর বলে তোকে আমার বাসায় নিয়ে যাব আমি তখন বলছি আপনাদের মত খারাপ লোকের বাসায় আমি যাব কেন এ কথা বলার সাথে সাথে তার কোমরে লুকানো চাকু বের করে আমি চাকু ধরে নেয়ার চেষ্টা করি তখন আমার হাত কাটে এবং তার হাতও কেটে যায় সামান্য ঠিক সেই মুহূর্তে বিল্লাল সরকার এসে বলে ওকে বাসায় ধরে নিয়ে চল তারপর ওকে যা করার করছি ইতিমধ্যে বাজারের লোক সব এসে পড়ে এবং সাংবাদিক কে মারছ বলে তার আমাকে উদ্ধার করে
আমি ঘটনাটি সাথে সাথে স্থানীয় বাসন থানার ওসি কে অবগত করি সে আমাকে থানায় এসে মামলা করতে বলে, বর্তমানে বিষয়টি আইনি প্রক্রিয়াধীন।