বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও প্রতিনিধি :-
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়নের ঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০ টি পরিবারের মাঝে ২০ কেজি চাল বিতরণ করা হয়েছে। আজ (০৩ জুলাই ) বুধবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৭নং আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকালু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৫০টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃমোমিনুল ইসলাম ভাসানী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কমকর্তা জনাবা মোছাঃ সাহারাবানু ইউপি সচিব বৈদ্য নাথ গোস্বামী ইউপি সদস্য বৃন্দ সাংবাদিক ও সুবিধাভোগী পরিবারের সদস্যগন প্রমুখ।