Tuesday , 4 June 2024 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

শার্শায় পিলার টপকাতে গিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু।

প্রতিবেদক
Staff Reporter
June 4, 2024 10:28 pm

বেনাপোল প্রতিনিধিঃ-

শার্শার গোগা ইউনিয়ন দারুসসালাম হাফিজিয়া নুরানি ও কওমি মাদ্রাসার দ্বিতল ভবনের পিলার টপকিয়ে উপরে উঠতে গিয়ে পড়ে আহত তাজমীর (১৪) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকালে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্র মারা যান। নিহত তাজমীর গোগা দারুসসালাম হাফিজিয়া নুরানির ও কওমি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন। এর আগে সে গত ৮ মে রাত দুইটার দিকে মাদ্রাসার দ্বিতল ভবনে অবস্থিত পিলার টপকাতে গিয়ে পড়ে ওই ছাত্র গুরুতর আহত হন। সরেজমিনে গিয়ে জানা গেছে, গত ৮ মে রাত দুইটার দিকে মাদ্রাসার দ্বিতল ভবনে অবস্থিত পিলার টপকায়ে তিনতলায় উঠবে সেই চেষ্ঠা করতে গিয়ে তাজমির নিচে পড়ে যায়। এতে সে মাথায় ও হাতে গুরুতর জখম হয়।

প্রথমে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে অবস্থার খারাপ দেখে রাতেই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।এর পর তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন সেখানকার কর্মরত চিকিৎসক।সেখানে চিকিৎসার পর সুস্থ হলে তাকে বাসায় নিয়ে আসা হয়।সোমবার হঠাৎ তাজমীর অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোগা ইউনিয়ন দারুসসালাম হাফিজিয়া নুরানি কওমি মাদ্রাসা কমিটির সভাপতি গোলাম মোস্তফা বলেন, নিহত শিক্ষার্থী বন্ধুদের নিয়ে রাতে মাদ্রাসা দ্বিতল ভবনের পাশে অবস্থিত পিলার টপকাতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলো।এর পর তাকে যশোর সদর হাসপাতালে তার পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মাদ্রাসার শিক্ষক( বড় হুজুর) আব্দুল মুজিদ জানান,নিহত তাজমীর মাদ্রাসার তিনতলায় থাকে।ঘটনার দিন রাতে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিলো।এসময় তাজমীর ও তার দুই বন্ধু ভুলবসত দ্বিতল ভবনে ঘুমায়ে পড়েছিলো। রাত দুইটার দিকে তারা তিনতলায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয়।যেহেতু গেটে সব তালা মারা।এজন্য তারা দ্বিতল ভবনে পাশে অবস্থিত পিলার টপকিয়ে তিনতলা ভবনে যাওয়ার চেষ্টা করছিলো।এসময় তাজমীর অসাবধনতা বসত পড়ে গিয়ে মারাত্নক আহত হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি)মুনিরুজ্জামান জনান,এ ব্যাপারে কোন অভিযোগ পায়নি।লাশ ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক‘ প্রাপ্তির ৫০ বছর পূর্তি।

রংপুরে সময় টিভি’র রংপুর ব্যুরো প্রধান মুমিনুর রহমান রতন সরকারের (৪৯) জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

শেরপুর ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ গ্রেপ্তার-১

রংপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ওরফে আরিফ বাপ্পীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালের পর তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মোঃ নুরুজ্জামান রাজু হবিগঞ্জ জেলা প্রতিনিধি সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পদ থেকে মো. মোশারফ হোসেনকে অব্যাহতি দেওয়া হলো।’ জানা গেছে, গত শুক্রবার বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, বাপ্পী অজ্ঞাত এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন ও তাকে উড়ো চুম্বন দিচ্ছেন। গোসলরত তরুণীকে দেখে এক পর্যায়ে বাপ্পী নিজেও বিবস্ত্র হয়ে পড়েন। পরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে ছাত্রলীগে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী ভিডিওটি এডিটিং করা হয়েছে বলে তার ফেসবুক পোস্টে দাবি করেন। এবং তিনি এই মর্মে বানিয়াচং থানায় ডিজি করেন । সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন জানান, রোববার রাতে বাপ্পীকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে তার জায়গায় কাউকে এখনও ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়নি।

বেনাপোল সীমান্তে ভারতীয় বিএসএফ’র গুলিতে বিজিবি সদস্য নিহত ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর করব জিয়ারত খলিলুর রহমানের পক্ষ থেকে।

মায়ের হাত ছেড়ে দৌড়, কাভার্ড ভ্যানের চাপায় শিশুর মৃত্যু, নিহতের স্বজনদের আহাজারি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করলেন শামীম ওসমান

কাউনিয়ায় চলতি মৌসুমে ইরি বোরো-ধানের বাম্পার ফলনের সম্ভাবনা