আফনান মামুন চৌধুরী:-
গাজীপুরের ১৯ নং ওয়ার্ড দক্ষিণ সালনা মন্ত্রী পাড়ায় অবসরপ্রাপ্ত আর্মি মোঃ মোস্তফা বাড়ির গৃহবধূকে জ-বা-ই করে হ-ত্যা করেছে একই বাড়ির ব্যাচেলর ভাড়াটিয়া।
ঘটনাটি আরেক গৃহবধূ দেখতে পাওয়ায় তাকেও জবাইয়ের চেষ্টা, বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন হসপিটালে মৃ-ত্যু শয্যায় রয়েছেন।
স্বরে জমিনে জানাজায় গৃহবধু তিন মাসের অন্তঃ সত্ত্বা মৃত গৃহবধূর নাম : রুমানা আক্তার গ্রামের বাড়ি বরিশাল।সাবিনা নামে গৃহবধূ গ-লা কা-টা অবস্থায় মৃত্যুশয্যায় গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল ভর্তি রয়েছে। ঘাতক দুই ভাড়াটি ছেলের মধ্যে এক ছেলে জনতার কাছে আটক এক একজন পলাতক আছেন পুরা ঘটনা সদর থানা মেট্রো পুলিশের কাছে তদন্তে রয়েছে ।
দুইজন ই একই বাসার পাশাপাশি রুমের ভাড়াটিয়া খুনিও একই বাসার পাশাপাশি রুমের ভাড়াটিয়া কারো সাথে কোন সম্পর্ক নাই খুনির নাম কায়েস,স্পটে যে মারা গেছে তার নাম রুমানা,রাতে চিকিৎসাধীন অবস্থায় যে মারা গেছে তার নাম সাদিয়া