Saturday , 4 May 2024 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে পুলিশ ক্যাম্প ইনচার্জের মৃত্যু।

প্রতিবেদক
Staff Reporter
May 4, 2024 11:21 am

বিকাশ দাসগুপ্ত বিশেষ প্রতিনিধিঃ-

ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে পুলিশ ক্যাম্প ইনচার্জের মৃত্যু লাশ গেল এক কিলোমিটার দূরে।
ঈশ্বরদী থেকে ছেড়ে যাওয়া মালবাহী ট্রেনে কাটা পড়ে কুষ্টিয়া মিরপুর থানার মাঝিরহাট ক্যাম্পের ইনচার্জ এসআই সাইদুর রহমান (৫৩) নিহত হয়েছে।

শুক্রবার .৩.মে.বেলা দেড়টার সময় মিরপুরের কুর্শা ইউনিয়নের। কাটদহচর রেল ক্রসিং এলাকায় মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। সেখান থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত মাল গাড়ির সঙ্গে বেঁধে।
হালসা পর্যন্ত চলে যায় তার মরা দেহ। এ ঘটনায় মাজেরহাট ক্যাম্পের আরেকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর সূত্রে জানাযায় ঈশ্বরদী থেকে দর্শনা গামী একটি মাল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় কবলিত স্থান কাটদহচর রেল ক্রসিং এলাকায় কোন গেটম্যান নেই। প্রায়ই এখানে ট্রেনে কাটা পড়ে মানুষের মৃত্যু ঘটে। মাজিহাট ক্যাম্পের ইনচার্জ মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার সময় সরাসরি ট্রেনের নিচে পড়ে যায়। সেখান থেকে এক কিলোমিটার দূরে ট্রেনে তাকে নিয়ে গিয়ে থেমে যায়।

উক্ত ঘটনায় পোড়াদহ রেলওয়ে থানার ওসিকে একাধিকবার ফোন করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য এস আই সাইদুলের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলা। সে দীর্ঘদিন ধরে কুর্শা ইউনিয়নের মাঝিরহাট ক্যাম্পে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ সময় তার মৃত্যুর ঘটনা ঘটে।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত র,মে,কে।

গাজীপুরের পূবাইলে ইয়াবা ও মাদক বিক্রির টাকা সহ আটক-৩।

ঝালকাঠি পূর্ব চাঁদকাঠি এলাকা থেকে সৌরভ হালদার কে ১২০ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ।

শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন।

পটুয়াখালীতে এক ঘন্টার ছাত্রলীগ কমিটি।

র,মে,ক,এর হিসাবরক্ষক পদে সদ্য যোগ দেওয়া উম্মে সুলতানা নওশীনের অপসারণ চেয়ে বিক্ষোভ।

গণতন্ত্রের লেবেল লাগিয়ে বাকশাল কায়েম করা হয়েছে রংপুরে জিএম কাদের।

রংপুরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১ র,মে,কে, ভর্তি।

রংপুরে এক লাখ ২৯ হাজার ৫শ’ শিশুকে ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ওরফে আরিফ বাপ্পীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালের পর তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মোঃ নুরুজ্জামান রাজু হবিগঞ্জ জেলা প্রতিনিধি সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পদ থেকে মো. মোশারফ হোসেনকে অব্যাহতি দেওয়া হলো।’ জানা গেছে, গত শুক্রবার বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, বাপ্পী অজ্ঞাত এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন ও তাকে উড়ো চুম্বন দিচ্ছেন। গোসলরত তরুণীকে দেখে এক পর্যায়ে বাপ্পী নিজেও বিবস্ত্র হয়ে পড়েন। পরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে ছাত্রলীগে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী ভিডিওটি এডিটিং করা হয়েছে বলে তার ফেসবুক পোস্টে দাবি করেন। এবং তিনি এই মর্মে বানিয়াচং থানায় ডিজি করেন । সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন জানান, রোববার রাতে বাপ্পীকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে তার জায়গায় কাউকে এখনও ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়নি।