তাসমিয়া মিম,,,,,,,,,
আমার সন্ধা শুরু হোক তোমায় নিয়ে,,,
তখন নামবে নাহয় অজর ধারায় বৃশ্টি,,।
বেলকনিতে পাশা পাশি দুজনে,,,,,
কাদেঁ রেখে মাথা,,,,!!
তাকিয়ে দূর আকাশে,,,, অন্দকার আবছা আলোয় দেখবো বৃশ্টি,।
তুমি আলতো করে চুমু খেও আমার কপালে,,,
আমি ততহ্মনাত জরিয়ে জাবো তোমার ওই বুকে,,,,,।
শীতল বাতাসের স্পর্শে,,
তুমি রেখো হাত আমার হাতে,,,!!
আমি সেই কোমল হাতের ওপরিভাগে আলতো করে রেখে দিবো আমার অপর হাত,,,,।
সঙ্গি হবে এক কাপ কফি না হয় গরম চা,,,!!
বৃশ্টি নামুক আমাদের ওঠোনে,,,,,,
অপূর্ব শান্তি তাকিয়ে আছি তোমার মুখ পানে,.।
তুমি হেঁসে দাও আমি ডুবে জাই তোমার মায়ার শহরে,,,,
তবুও বৃশ্টি ঝরুক আমার ওঠোনে,,,,,।।
অজর ধারায় নামুক শ্রাবনে মেঘ,,,,,,।