জাহিদুল ইসলাম , কুষ্টিয়া জেলা প্রতিনিধি , কুষ্টিয়া,ঃ-
“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক সারা বাংলাদেশের ন্যায় ভেড়ামারা উপজেলার ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ এবং ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। পরে সকাল সাড়ে ১১টার সময় ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া পশুরহাঁট মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আকাশ কুমার কুন্ডু। উক্ত প্রদর্শনীর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কানিস ফারজানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা মৎস্য অফিসার শাম্মী শিরিন, কৃষি সম্প্রসারণ অফিসার শাহানাজ ফেরদৌসি, ধরমপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক, উপজেলা আই.সি.টি অফিসার আলমগীর হোসেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির কুটির বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ইসমাইল হোসেন বাবু, জাহিদ হাসান প্রমূখ। উদ্বোধনী ও আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন খামারিদের ৩৫ টি স্টল পরিদর্শন করেন।।