Monday , 15 April 2024 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

কোনাবাড়ী নছের মার্কেট এলাকায় এক অটো চালককে পিটিয়ে হ’ত্যা।

প্রতিবেদক
Staff Reporter
April 15, 2024 8:17 pm

টুটুল তালুকদার, গাজীপুর :-

গাজীপুরের কোনাবাড়ী নছের মার্কেট এলাকায় এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মোটর সাইকেল ও অটোরিকশায় ধাক্কা লাগলে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।

পরে অটোচালক কে ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করে মোটরসাইকেল চালক ও তার সঙ্গীরা। নিহত অটোরিকশা চালক জিনাইদহ জেলার মহেশপুর থানার আলমপুর এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে মাসুদ রানা (৩৫)।মাসুদ রানা আমবাগ বৌ-বাজার এলাকায় জাকির হোসেনের বাড়িতে ভাড়া বাসায় ২ সন্তান ও স্ত্রী সহ বসবাস করে অটোরিকশা চালাতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত অটোচালক যাত্রী নিয়ে কোনাবাড়ী থেকে নছের মার্কেট এর উদ্দেশ্যে রওনা হন। পরে নছের মার্কেট মোড়ে পৌঁছলে অচেনা মোটরসাইকেল এর সঙ্গে মাসুদের অটোর ধাক্কা লাগেলে মোটরসাইকেলের চালক সহ ৩ জন আরোহী অটোচালককে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে মারাত্মকভাবে জখম করেন।

পরে স্থানীয় লোকজন অটোরিকশা চালক মাসুদকে উদ্ধার করে কোনাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অটো চালক মাদের মৃত্যুর সংবাদ পেয়ে সুকৌশলে মোটর সাইকেলের চালকসহ ৩ জন আরোহী মোটরসাইকেল সহ ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

নিহতের স্ত্রী সেলিনা আক্তার বলেন, আমার স্বামী মাসুদ রানাকে মোটরসাইকেলে এসে ১০ থেকে ১৫ জন যুবক পিটি হত্যা করে। আমি আমার স্বামী হত্যাকারীদের ফাঁসি দাবি করছি। কোনাবাড়ী মেট্রো থানার ওসি কে এম আশরাফ আলী বলেন, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদিন আহমেদ মেডিকেল কলেজ হাসাপতাল মর্গে প্রেরন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ফরিদপুরে প্রান্ত মিত্র হত্যার আসামিদেরকে গ্রেফতার বিষয়ে। জেলা পুলিশের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত।

ধনবাড়ীতে প্রতিভা বৃত্তি প্রকল্পের ১৬ তম বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে পুলিশ ক্যাম্প ইনচার্জের মৃত্যু লাশ গেল এক কিলোমিটার দূরে।

এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করলেন শামীম ওসমান

শার্শায় দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ

জীবন নদীর মতো কলমে ইয়াস।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ওরফে আরিফ বাপ্পীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালের পর তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মোঃ নুরুজ্জামান রাজু হবিগঞ্জ জেলা প্রতিনিধি সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পদ থেকে মো. মোশারফ হোসেনকে অব্যাহতি দেওয়া হলো।’ জানা গেছে, গত শুক্রবার বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, বাপ্পী অজ্ঞাত এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন ও তাকে উড়ো চুম্বন দিচ্ছেন। গোসলরত তরুণীকে দেখে এক পর্যায়ে বাপ্পী নিজেও বিবস্ত্র হয়ে পড়েন। পরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে ছাত্রলীগে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী ভিডিওটি এডিটিং করা হয়েছে বলে তার ফেসবুক পোস্টে দাবি করেন। এবং তিনি এই মর্মে বানিয়াচং থানায় ডিজি করেন । সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন জানান, রোববার রাতে বাপ্পীকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে তার জায়গায় কাউকে এখনও ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়নি।

গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি হলেন রেজা ও  সাধারণ সম্পাদক হলেন শহীদ 

নৌকা মার্কায় যারা ভোট দিতে চায়না। তারা কারা? অথই নূরুল আমিন