কুষ্টিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার,
জাহিদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
আজ ৭ ই ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর” খ “সার্কেল এর উপ পরিদর্শক
মোঃ রাসেল কবিরের নেতৃত্বে,
এবং বিভাগীয় টিমকে সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে,
কুষ্টিয়া সদর থানাধীনমজম পুর এলাকায়,
মোঃ রফিকের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গেলে,
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে দরজা জানালা সব কিছু বন্ধ করে দেয়,
পরিশেষে উপ পরিদর্শক রাসেল কবির ৯৯৯ ফোন করে প্রশাসনের সহযোগিতায় বাড়ির মধ্যে প্রবেশ করে, আসামীর শয়ন কক্ষে বালিশের নিচ থেকে,
একটি দেশীয় অস্ত্র এবং চায়না চাকু সহ আসামি মোহাম্মদ শরিফুল ইসলাম রফিককে গ্রেফতার করেন,
এবং উপ পরিদর্শক রাসেল কবির বাদী হয়ে,
কুষ্টিয়া মডেল থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেন৷৷
অভিযান শেষে উপ পরিদর্শক রাসেল কবির সাংবাদিকদের বলেন আমরা একটি সংবাদ পেয়ে আসামীর বাড়িতে অভিযানে গিয়েছিলাম কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে মাদক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও,
কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে, কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না,
অস্ত্রসহ আসামীকে আমরা গ্রেফতার করেছি, পরবর্তীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করব, এবং এই মাদক আমরা উদ্ধার করবোই।
তারিখ ৭/২/২০২৪ ইংরেজি।।