মাধ্যমিক লিড
নতুন শিক্ষা ঞম
পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি আরও
পযালোচনা আহূান শিক্ষামন্তীর
২৫ জানুয়ারী ২০২৪
আজ ঢাকা মতিঝিল নতুন শিক্ষাঞমের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি পযালোচনা করে নীতিনির্ধারণী পযার্য়ে সুপারিশ করার জন্য জাতীয় শিক্ষাঞম ও পাঠ্যপুস্তক বোডকে ( এনসিটিবি ) অনুরোধ করেছেন শিক্ষামন্তী মহিবুল হাসান চৌধুরী নওফেল
আরো বলেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আজ বৃহস্পতিবার ( ২৫ জানুয়ারি ) রাজধানীর ঢাকা মতিঝিল জাতীয়
শিক্ষা ঞম ও পাঠ্যপুস্তক বোড পরীক্ষা ও মূল্যয়নের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দের সঙ্গে এক সত বিনিময় শেষে এই অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সবার ভালোর জন্য এবং শিক্ষা মন্তণালয়ের সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়
এতে বলা হয বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতিতে ধারাবাহিক মূল্যায়ন ষাম্মসিক ও বাষিক পরীক্ষার বিষয়ে শিক্ষাবষের প্রথম
মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারী পযন্ত সৃষ্টি হওয়া অভিজ্ঞতা তথ্য
ও উপাও পযালোচনা করে শিক্ষক শিক্ষাথী ও অভিভাবকদের জন্য মূল্যায়ন সহজবোধ্য করার বিষয়ে
আরও বিস্তারিত খতিয়ে দেখান জন্য
বলেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল
তিনি নীতিনির্ধারণী পযার্য়ে এ বিষয়ে সুপারিশ করার জন্য জাতীয় শিক্ষাঞম ও পাঠ্যপুস্তক বোডকে অনুরোধ করেছেন এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা ঞম ও পাঠ্যপুস্তক বোডের চেয়ারম্যান মোঃ ফরহাদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের অধ্যাপক ড: তারিক আহসান প্রমুখ