সিন্ডিকেট দলের মাধ্যমে দ্বিগুন হলো পিয়াজের দাম
মো : জাহিদুল ইসলাম, :
দেশের মধ্যে ব্যবসার ক্ষেত্রে বড়ভাইরাস হলো সিন্ডিকেট গ্রুপ । সিন্ডিকেটের মাধ্যমে দ্বিগুণ হলো পিয়াজের দাম। ০৮/১২/২০২৩ইং তারিখে পিয়াজ প্রতি কেজি ১২০ টাকা ।এক পাল্লা পিয়াজের মূল্য ৬০০ টাকা । ০৯/১২/২০২৩ ইং তারিখে পিয়াজের দাম হলো প্রতি কেজিতে ২৩০ টাকা । এক পাল্লা পিয়াজ ১১৫০ টাকা । ১২ ঘন্টার মধ্যে পিয়াজের দাম বাড়লো প্রতি কেজিতে ১১০ টাকা। প্রতি পাল্লায় পিয়াজের দাম হলো ৫৫০ টাকা। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এ দেশে যে ভাবে সার, কীটনাশক ওষুধ জমিতে প্রয়োগ করে। দূর্ব মূল্যের বৃদ্ধি কারণে কৃষক একেবারে নাজেহাল । ব্যবসায়িকদের সিন্ডিকেট গ্রুপের মাধ্যমে সব মালামাল স্টক করে বা বেশী দামে বিক্রি করার লোভে গোডাউনে মালামাল জমা রাখেন। কৃষি ক্ষেতে সময় মতো সার, কীটনাশক ওষুধ , বীজ না পাওয়ায়,চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা । কিছু সময়ের জন্য যদিও মেলে সব কিছু, তা ও চড়া দামের বিক্রি করে সিন্ডিকেট দলেরা। ভারত সরকার ৩১/০৩/২০২৪ ইং তারিখ পযর্ন্ত পিয়াজ আমদানি , রপ্তানি নিষিদ্ধ ঘোষনা করেন। এবং সল্পপরিসরে কেউ যদি পিয়াজ আমদানি বা রপ্তানি করতে চাই, তবে বানিজ্যমন্ত্রীর অনুমতি নিতে হবে এবং এতে অনুমতি দিবেন বলে ও ঘোষনা করেন ভারতের বানিজ্যমন্ত্রী । সিন্ডিকেট গ্রুপে ছেয়ে গেছে পুড়ো বাংলাদেশ। সরকারের দৃষ্টি আর্কশন করছি, দেশের সার্বিক পরিস্থিতিতে দূর্বমূল্য দাম কমিয়ে আনার জন্য অনুরোধ জানাই। এবং যে কোনো পরিস্থিতিতে দূর্বমূল্যের দাম দ্বিগুন বৃদ্ধির লক্ষ্যে সিন্ডিকেট দলের চক্র কে দ্রুতই আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করেন।