মাদ্রাসার ফ্লোর (টাইলসের) নির্মাণ ঘোষণা দিলেন বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী জাকির হোসেন বুলবুল
মো: লিটন উজ্জামান
মাদ্রাসার ফ্লোর (টাইলসের) নির্মাণ করে দেয়ার ঘোষণা দিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী জাকির হোসেন বুলবুল
আজ সোমবার সন্ধ্যায় ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বামনপাড়াস্থ দক্ষিণ রেলগেট সংলগ্ন মা ফাতেমা মাখঝানুল উলুম মাদ্রাসা, পরিদর্শন করেন ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুহেনা মোস্তফা কামাল মুকুল ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ প্রকৌশলী জাকির হোসেন বুলবুল। এ সময় প্রকৌশলী জাকির হোসেন বুলবুল ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে ও মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে তিনি তার ব্যক্তিগত তরফ থেকে নিজ অর্থায়নে মাদ্রাসায় টাইলসের ফ্লোর নির্মাণ করে দেয়ার ঘোষণা দেন। শীঘ্রই এই টাইলসের ফ্লোর নির্মাণের কাজ শুরু হবে। এ সময় ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল সালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মাদ্রাসা কর্তৃপক্ষের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।