কুষ্টিয়া-২ স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের মত বিনিময় ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত
মো: লিটন উজ্জামান :
কুষ্টিয়ার-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মিরপুর উপজেলা চেয়ারম্যান ও মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনের ভোটারদের সাথে কুশল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমাবার বিকাল ৪ টার ভেড়ামারা উপজেলা ডাক বাংলো চত্ত্বরে সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় সভা ও এক শান্তি সমাবেশ করেন।
এছাড়া তিনি পৌর ও বিভিন্ন ইউনিয়নের এলাকার ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। সাধারণ ভোটার ও নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভেড়ামারা উপজেলার মাটি ও মানুষের সাথে মিলে মিশে আধুনিক ও স্মার্ট বালাদেশ গড়তে ভুমিকা রাখতে চান বলে উল্লেখ করেন।
উক্ত মতবিনিময় ও শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু। এসময় আরোও উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা, পৌর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাকির হোসেন বুলবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান সামসুল হক, সাধারন সম্পাদক শাহাবুল আলম লালু, বাহিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহমত উল্লাহ, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির, সাধারন সম্পাদক হামিদ জোয়ার্দার, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামীম আহমেদ, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম, সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাধন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি জিল্লুর রহমান, ভেড়ামারা পৌর সভার কাউন্সিলরবৃন্দ সহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।