মদিনায় নিরাপদ সড়ক চাই এর ৩০ তম প্রতিস্ঠা বাষিকী
পালিত হয
বিকাশ দাসগুপ্ত বিশেষ প্রতিনিধিঃ
সংগ্রাম সাফল্য ও গৌরবের
৩০ তম প্রতিস্ঠা বাষিকী
উপলক্ষে সমাবেশ ও
রেলি করেছে সৌদি আরব নিরাপদ সড়ক চাই মদিনা
শাখা
মদিনার একটি কনফারেন্স হলে
আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের
সভাপতি আব্দুস সামাদ এর
সভাপতি ও মোঃ আরমানের
পরিচালনায় অনুস্ঠানে প্রধান
অতিথি ছিলেন নূর মোহাম্মদ
শহীদুল্লাহ্ বিশেষ অতিথি ছিলেন কাজি শাহেদ নাজিম
মোঃ নুরুন নবী মোঃ রফিক গোল্ডেন ট্রাভেলস
এর স্বত্বাধিকারী
মোঃ শওকত মোঃ এরশাদ সহ আরও অনেক
বাক্তরা বলেন আমরা মানবিক কাজে ইচ্ছেশক্তির পূর্ণ
ব্যবহার করে থাকি আমাদের
সকল কাজে বিভিন্ন জনের
সাড়াও থাকে আমরা
সকলের সম্মিলিত প্রয়াসে এগিয়ে যেতে চাই ( নিসচা )
সড়ক সহ সকল ধরনের
জনকল্যাণমুখী কাজের
মধ্যদিয়ে নিরাপদ সড়ক এবং নিরাপদ বাংলাদেশ গড়তে হবে ইনশাআল্লাহ আসুন সবাই মিলে আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি
পথ যেন হয় শান্তি মৃত্যুর
নয় ( নিরাপদ সড়ক চাই ) ( নিসচা )