তরুণ প্রজন্মের সৎ সাহসী “ভেড়ামারা থানার ওসি তদন্ত শেখ লুৎফর রহমান
মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :-
তরুণ প্রজন্মের দানবীর সৎ সাহসী,মানবিক পুলিশ অফিসার, তরুণ প্রজন্মের আদর্শ, সুযোগ্য, উদ্যমী, ন্যায়পরায়ন, মেধাবী, সৎ, সাহসী, কর্মঠ, দক্ষ, নিরহংকার, দানবীর, চৌকস, কর্তব্যপরায়ন, ও আন্তরিক ব্যাক্তিত্ব, ভেড়ামারা থানার (ওসি তদন্ত) শেখ লুৎফর রহমান সব শ্রেণির মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সু সম্পর্ক বজায় রেখে যে বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তার জন্য বড় ও উদার মনের এই পুলিশ কর্মকর্তার অবদান অনস্বীকার্য। পুলিশ বাহিনীতে আপনার বলিষ্ঠ নেতৃত্বে সামাজিক অপরাধ মূলক কর্মকান্ড নিরসণে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। আপনার মতো আদর্শ, মেধাবী, সততায়, অটুট, সাহসীকতা, মেধায়, ও অত্যন্ত বিনয় ও বন্ধু সুলভ মানবতাময়, সত্য ও ন্যায়ের পক্ষে আপনার বলিষ্ঠ ভুমিকা সর্বমহলে আজ প্রশংসিত।
অবিচল আনুগত্যতার এবং উৎসর্গকৃত ভূমিকার জন্য ক্রমান্বয়ে পুলিশ বিভাগের সর্বোচ্চ পদে সমাসীন হবেন, এটাই আমাদের প্রত্যাশা। পরিশেষে, মহান সৃষ্টিকর্তার দরবারে আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন, অনাবিল সুখ, অপরিসীম শান্তি ও জীবনের সর্বাঙ্গীন সফলতা এবং সার্বিক মঙ্গল কামনা করছি। আপনার মেধা ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে সফলতার স্বাক্ষর রেখে সেবায়, ত্যাগে ও কর্মে স্মরনীয় হয়ে আপনার বর্নাঢ্য ভবিষ্যত জীবনে দেশ ও জাতির কল্যান বয়ে আনবেন এমনটাই আশা ভেড়ামারা এলাকাবাসীর।