সরকার পতনের একদফা ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি মিছিল
জামালপুর জেলা প্রতিনিধিঃ
সরকার পতনের একদফা ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সপ্তম দফা অবরোধের শেষ দিনে জামালপুরে মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ হারুন সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিংহাজানী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম শান্ত, জেলা স্বেচ্ছাসেবক দলের ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেতু সরকার, জেলা ছাত্রদলের সহ সভাপতি রুকনুজ্জামান, জেলা ছাত্রদলের সহ সভাপতি রাসেলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।