শার্শা বাল্যবিবাহ নিরোধ কমিটির সমন্ময় সভা অনুষ্ঠিত
ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
শার্শা বাল্যবিবাহ নিরোধ কমিটির এক সমন্ময় সভা অনুষ্ঠিত হয়েছে। “বাল্য বিয়ের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের কঠোর অবস্থান নিয়ে সমাজে কিছু উদাহরণ সৃষ্টি করতে হবে” ব্র্যাকের সমন্বয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু ।
বুধবার সকাল ১০ টায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র উদ্যোগে শার্শা উপজেলা হলরুমে বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নারাণ চন্দ্র পাল।
সভাটির উদ্দেশ্য বাল্যবিয়ে প্রতিরোধে মাঠ পর্যায়ে মূল সমস্যা সমূহ চিহ্নিত, বাল্যবিয়ের ভয়াবহতা সম্পর্কে ব্যাপক প্রচার ও প্রচারণার উপায় নির্ণয়, কর্মসূচির কার্যক্রম সম্পর্কে জেনে সমন্বয়ের করণীয় কৌশল নির্ধারণ। সভায় কর্মসূচির কাজ বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন ডেপুটি ম্যানেজার ফাতেমা খাতুন।
সমন্ময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, শার্শা থানার ওসি এসএম আকিকুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া, সদর ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, শার্শা ব্র্যাক অফিসের এসোসিয়েট অফিসার হাসিবুল ইসলাম, সরকারী কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, নারী নেত্রি , কাজী ও ইমামসহ বিভিন্ন ব্যক্তি অংশগ্রহণ করেন। #