- “মানুষ মানুষের জন্য” “জীবন জীবনের জন্য”
মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :-
“মানুষ মানুষের জন্য” “জীবন জীবনের জন্য” কুষ্টিয়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ১১১৮ এর ১২ মাইল শাখার উদ্যোগে ও সাবেক সভাপতি মোঃ মাহাবুল হাসান রানা এর সহযোগিতায় বামন পাড়ার মৃত ট্রাক ড্রাইভার উজ্জ্বল হোসেনের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান।
কুষ্টিয়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ মাহাবুল হাসান রানা বলেন, যে ব্যক্তি বিধবা, গরিব, অভাবী ও অসহায়দের সাহায্যের জন্য চেষ্টা-তদবির করে, সে আল্লাহর পথে ব্যস্ত ব্যক্তির সমতুল্য।একজনকে সাহায্য করলে হয়তো দুনিয়া বদলে যাবে না, তবে ঐ একজনের দুনিয়া বদলে যেতে পারে।
উল্লেখ্য এ মাসের প্রথম দিকে গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল ড্রাইভার মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক বিহ্বল পরিবার ও সন্তানদের পাশে দাঁড়িয়েছেন সহকর্মী বন্ধুরা। নেতৃবৃন্দ জানান মৃত উজ্জ্বল ড্রাইভার এর পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অনুদান হিসাবে দেয়া হয়েছে।