Saturday , 25 November 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

ধনবাড়ীতে প্রতিভা বৃত্তি প্রকল্পের ১৬ তম বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রতিবেদক
Staff Reporter
November 25, 2023 5:05 pm

ধনবাড়ীতে প্রতিভা বৃত্তি প্রকল্পের ১৬ তম বৃত্তি পরীক্ষা
সম্পন্ন

মোঃ দেলোয়ার হোসেন টাঙ্গাইল জেলা ক্রাইম রিপোর্টার

টাঙ্গাইলের ধনবাড়ী‌তে প্রতিভা বৃত্তি প্রকল্পের আয়োজনে ১৬ তম প্রতিভা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিভা বৃত্তি প্রকল্পের সভাপতি মো.মাহবুবুর রহমান খান এবং সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল আমীন রইচ এর হাত ধরে ।
২০০৬ সালে প্রতিভা বৃত্তি প্রকল্পের যাত্রা শুরু হয় । ২০০৬ সাল থেকে প্রতিভা বৃত্তি পরীক্ষা চালু হয়। তার ধারাবাহিকতায়
প্রতিভা বৃত্তি প্রকল্প -২০২৩ এর বৃত্তি পরীক্ষা গতকাল বিকা‌লে সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন ও সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এবছর ১১৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন ।

ধনবাড়ী ২ টি বিদ্যালয় অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী ৪০ টা শিক্ষা প্রতিষ্ঠানের ১১৭৪ জন ছাত্র ছাত্রী অংশ নেয়। এদের মধ্যে নার্সিসা ১৩৪ জন
১ ম ১১৬ -২ য় ১১১-৩ য় ১২৮- ৪ র্থ ১৬৫- ৫ ম – ১৮০- ৬ ষষ্ঠ ১৪৯- ৭ ম ৮৮ – ৮ ম ১০৩
মোট ১১৭৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন শেখ মো: শামছুল হক
সার্বিক সমন্বয়কারী হিসাবে দ্বায়িত পালন করেন মোঃ মাহমুদুল আমীন রইচ।

প্রতিভা বৃত্তি প্রকল্পের সভাপতি মো.মাহবুবুর রহমান খান জানান, প্রতিভা বৃত্তি পরীক্ষা সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে‌ছে।

প্রতিভা বৃত্তি পরীক্ষা সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে‌ছে। প্রতিভা বৃত্তি পরীক্ষার কেন্দ্রে যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে । পুলিশের সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিল। এদিকে অবিভাবকদের সা‌থে কথা ব‌লে জানা যায় , এমন মেধা বৃত্তি পরীক্ষা মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের পড়ালেখার প্রতি আরো আগ্রহ বারবে। এই ধরনের প্রতিযোগিতামূলক বৃ‌ত্তি পরিক্ষা মেধার বিকাশ ঘটবে।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বেলকুচিতে জামায়াতের অবরোধ কর্মসূচী পালন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ।।

শেরপুর ঝিনাইগাতী জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন।

রাজধানীর গেন্ডারিয়া ও ওয়ারী এলাকা হতে ১০ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

রংপুরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১ র,মে,কে, ভর্তি।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ওরফে আরিফ বাপ্পীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালের পর তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মোঃ নুরুজ্জামান রাজু হবিগঞ্জ জেলা প্রতিনিধি সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পদ থেকে মো. মোশারফ হোসেনকে অব্যাহতি দেওয়া হলো।’ জানা গেছে, গত শুক্রবার বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, বাপ্পী অজ্ঞাত এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন ও তাকে উড়ো চুম্বন দিচ্ছেন। গোসলরত তরুণীকে দেখে এক পর্যায়ে বাপ্পী নিজেও বিবস্ত্র হয়ে পড়েন। পরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে ছাত্রলীগে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী ভিডিওটি এডিটিং করা হয়েছে বলে তার ফেসবুক পোস্টে দাবি করেন। এবং তিনি এই মর্মে বানিয়াচং থানায় ডিজি করেন । সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন জানান, রোববার রাতে বাপ্পীকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে তার জায়গায় কাউকে এখনও ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়নি।

ভারতে পাচার ১৩ বাংলাদেশিকে স্বদেশ প্রত্যাবাসন ।

কাউলতিয়া সাংগঠনিক থানার কৃষক লীগের নির্বাচনী উঠান বৈঠক উক্ত নির্বাচন বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাসেল এমপি

গোপালগঞ্জ জেলা পুলিশ হতে পুলিশ ইন্সপেক্টর পদবীর দুজন পুলিশ কর্মকর্তার অবসর জনিত বিদায়।

দিনাজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুচ্ছ গ্রামের ১০টি বাড়ি ভস্মীভূত হয়ে প্রায়। ২০লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

ভারতে পাচার হওয়া ১২ বাংলাদেশি নারী বেনাপোলে হস্তান্তর