:::::একটু আশা::::
———-তাসমিয়া মিম—-
আমি কি তুমার ওই কালো সুভাসি কমল চুলে হাত বুলাতে পারি, আমি কি সূর্যের মত তুমার হাসির কারন হতে পারিনা, না শুধু দুরে রেখে দিবে দূর আকাশের তারার মত।আজ নাহয় একটু শুনো,আমি কি একটু আপন হতে পারিনা তুমার,।আমি কি তুমার পথের ধোলী হতে পারিনা।এমনও তো হতে পারে আমি তোমার গন্তব্য হতে পারি।এই টুকু আশা কি আমার পূরণ হতে পারেনা।বৃষ্টির পানি যেমন মহা সমুদ্রের জন্য কিছুই নয়,ঠিক তেমনি তুমার ভুবনে আমার আগমন বোধ করি কিছুই নয়।তবুও আমি তুমার হতে চাই তুমি শুদু গ্রহন করে নাও।