—- চাদনি রাতে কল্পনায় পাশে—-
—— তাসমিয়া মিম—–
এই চাঁদনিময় রাতে,
আজ আমি নেই তুমার পাশে,!
তাই ভাবতে হবেনা এই আলকময় রাত নিয়ে,!
রাতের খাবার খেয়ে জানার পর্দাটা সরিয়ে,
চেয়ে দেখোনা অপরুপ ঐ চাঁদটা হাসছে,!
এখন আমি চাদের পানে তাকিয়ে আছি,
তোমাকে বড্ড মিছ করছি,!
কিন্তু এই ভেবে শান্তি পাচ্চি তুমি আর আমি —
একই সময়ে,, চাঁদদের পানে তাকিয়ে আছি,!
হোকনা আমি বন্দি কারাগারে,,
তারপরেও ভালোবাসার ডেও যে গনিয়ে দেয় আমার রিদয় পানে,!
ভেবনা আমি দূরে বলে হারিয়ে গেছি,
এই কথাটাই মনে রেখো আমি তোমার সাথেই আছি,,,!!