Wednesday , 22 November 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

পীরগাছা সরকারি কলেজের প্রথম অধ্যক্ষের যোগদান–

প্রতিবেদক
Staff Reporter
November 22, 2023 2:59 pm

পীরগাছা সরকারি কলেজের প্রথম অধ্যক্ষের যোগদান–

মোঃহাবিবুর রহমান হাবিব পীরগাছা (রংপুর)প্রতিনিধি —

রংপুরের পীরগাছা কলেজ সরকারি ঘোষণা হওয়ার প্রথম অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন এসএম আশাদুল ইসলাম। বুধবার (২২ নভেম্বর) দুপুরে এক অনাড়ম্বর ও গার্ড অব অনারের মাধ্যমে তাকে বরণ করে নেন কলেজের উপাধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনু সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এসএম আশাদুল ইসলাম গাইবান্ধা সরকারি কলেজের অর্থনীতিতে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
এরপর কলেজের উপাধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনুর সভাপতিত্বে এক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের প্রধান এজাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, সদ্য যোগদানকৃত অধ্যক্ষ এসএম আশাদুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বাবুল আকতার ও মাসুদুর রহমান, পীরগাছা সরকারি কলেজের প্রভাষক সৈয়দ হাবিবুর রহমান, আতাউর রহমান, মনোয়ার হোসেন ও অফিস সহকারী সৈয়দ ফজলুল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, গাইবান্ধা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবু সাঈদ মন্ডল, বিএম জিল্লুর রহমান, ইফতেখারুর রহমান, প্রভাষক ওয়াসিম মিয়া, জীবনকৃঞ্চ বর্মন, হাসান ফারুক এবং পীরগাছা সরকারি কলেজের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ।
সদ্য যোগদানকৃত অধ্যক্ষ এসএম আশাদুল ইসলাম ১৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে শিক্ষাজীবন শুরু করেন। তিনি গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষক পরিষদের পরপর ৫বার নির্বাচিত সম্পাদক। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির রংপুর অঞ্চলের সাংগঠনিক সচিব হিসেবে দায়িত্বে আছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিবাহিত জীবনে এক স্ত্রী ও তিন ছেলে রয়েছে তার।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠি পূর্ব চাঁদকাঠি এলাকা থেকে সৌরভ হালদার কে ১২০ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ।

ফাহিম হত্যার সুষ্ঠ তদন্ত ও দোষী দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

একটি জাতিগত ঐক্য ছাড়া কোনো জাতি বড় হতে পারে না। অথই নূরুল আমিন

প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং আমার ছেলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আধুনিক নগর উপহার দেব।–মেয়র জায়েদা খাতুন

শত বছরের ঐতিহ্য তালুক ভূবন কছিমিয়া মুরারকশাহী ঈদগাহ মাঠটি আজ হুমকির মুখে।

ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত শুভর বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগ।

প্রশাসনের নাকের ডগায় চলছে বৃষ্টির মাদক সম্রাজ্য, এ যেন দেখার কেউ নাই?

সরকারের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা-২০২৩ইং।

জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন।

সাংবাদিক মিলনকে হত্যার ঘটনায় ড্রাম ট্রাকের হেলপার গ্রেফতার।