বাংলাদেশ আওয়ামি লীগ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করে ছেন আতিক আজিজ
বিকাশ দাশগুপ্তঃ বিশেষ প্রতিনিধিঃ
আজ বঙ্গবন্ধু গবেষণা ও চচা পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি দৈনিক পএিকার আজকালের সাংসদ এর আরপ্রাপ্ত সম্পাদক জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির প্রতিস্ঠাতা ও চেয়ারম্যান কবি সাংবাদিক প্রাবন্ধিক বঙ্গবন্ধু গবেষক আতিক আজিজ স্যার বাংলাদেশ আওয়ামি লীগ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করে ছেন ওই সময় উনি বলেন বঙ্গবন্ধুর আদশ ধরণ করে এসেছি এবং বঙ্গবন্ধুর সুযোগও কন্যা নীতিমালা ধারণ করে আসিতেছি মাননীয় জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বতমান প্রধানমম্তী হাত শওিশালী করতে হবে কারণ এই সরকার উন্নয়নের সরকার উনি আরো বলেন এ সরকার আমাদেরকে পদ্মা সেতু দিয়েছে চট্টগ্রামে কণফুলীর নিচে একটি টেনেল করে দিয়েছেন বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের চতুর্দিকে উন্নয়ন কাজ করেছে এবং উনি আরো বলেন প্রধানমম্তী যাকে নৌকার মাঝি হবে এবং টিকেট দেবে অবশ্য আমি তাদের সাথে এক মত হয়ে কাজ করবো সেই জে নৌকার মাঝি হবে ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাই ভালো থাকবেন সেই কামনা করি আগামী পথ যেন হয় শান্তি এবং সুন্দর আমি সাংবাদিক একজন মানুষ আতিক আজিজ সবাই দোয়া করবেন আমার জন্য আসুন সবাই মিলে আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি