রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নে নটুয়ারটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের “বিদায় অনুষ্ঠান-২০২৩ ইং
বিকাশ দাসগুপ্তঃ বিশেষ প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নে নটুয়ারটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের “বিদায় অনুষ্ঠান-২০২৩ ইং” বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সদ্য সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও জেলা যুবলীগের যুবসংগঠক বাবু প্রণব কুমার দে।
বিশেষ অতিথি ছিলেন শিলক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পিয়াস বড়য়া,কমিটির সদস্য ডা. নাজিম উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষিকা রানু আক্তার,শিক্ষক শিবু বিশ্বাস প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা সায়রা বেগম।অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে এবং শিক্ষা সামগ্রীর মাধ্যমে উৎসাহ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাবু প্রণব দে বলেন স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আগামী প্রজন্মকে দক্ষ করে তুলতে হবে,এজন্য শিক্ষকদের যথাযথ ভুমিকা পালন করা প্রয়োজন।পাশাপাশি রাঙ্গুনিয়ার অভিভাবক জননেতা ড.হাছান মাহমুদ এমপি মহোদয় একজন শিক্ষিত এবং মেধাবী রাজনীতিবিদ হিসেবে দেশ এবং আন্তর্জাতিকভাবে সুপরিচিত অর্জন করেছে,এটা রাঙ্গুনিয়ার মানুষের জন্য অত্যন্ত গর্বের বিষয়।আগামী প্রজন্মকে ওনার আর্দশ এবং জননেত্রী শেখ হাসিনা সরকারের যে শিক্ষা প্রকল্প যেমন -বিনামূল্যে বই বিতরণ,আর্থিক বৃত্তি প্রদান,আধুনিক স্কুল নির্মান,মেধানির্ভর শিক্ষা ব্যবস্হা গড়ে তোলা ইত্যাদির জন্য আবারো নৌকা মার্কার ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।