Saturday , 18 November 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

দিনাজপুরে একমাত্র পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল অরবিন্দ শিশু হাসপাতালের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Staff Reporter
November 18, 2023 3:59 pm

দিনাজপুরে একমাত্র পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল অরবিন্দ শিশু
হাসপাতালের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
===================================
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥

১৮ নভেম্বর শনিবার দিনাজপুরের একমাত্র পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল অরবিন্দ শিশু হাসপাতালের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে হাসপাতালের বিমল কুমার দেব মিলনায়তনে।
অরবিন্দ শিশু হাসপাতাল কমিটির সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ শামীম কবির। শোক প্রস্তাব পাঠ করেন কমিটির সহ-সভাপতি রনজিৎ কুমার সিংহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্মরণিকা উপ-কমিটির আহবায়ক রেজওয়ান হোসেন চৌধুরী রানা, সহ-সভাপতি সুনীল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক জামিনুর ইসলাম জুয়েল, গত ৩৫তম সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রেম নাথ রায়। বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামীম কবির। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মনোয়ারুল হক মার্শাল। প্রতিবেদন দুটির উপর মুক্ত আলোচনা করেন উপস্থিত সাধারণ সদস্য আলহাজ¦ মোঃ মজিবুর রহমান, আনোয়ার হোসেন, শফিকুল হক ছুটু, নাসিম আলী কচি। প্রতিবেদন দুটি উপস্থিত সদস্যরা হাত তুলে অনুমোদন প্রদান করেন। সভাপতির বক্তব্যে কমিটি সভাপতি আব্দুস সামাদ বলেন, একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল গড়ার পাশাপাশি আমরা শিশুর মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানে সরকারী স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল যথেষ্ট অবদান রাখছে। সাধারণ সম্পাদক মোঃ শামীম কবির তার প্রতিবেদনে বলেন, অরবিন্দ শিশু হাসপাতাল ৩৬বছরে পদার্পন করেছে। এর মধ্যে হাসপাতালের যথেষ্ট উন্নয়ন ঘটেছে। বর্তমানে শিশু সেবার পাশাপাশি মায়েদের (গাইনী) সেবা, দন্ত সেবা, অত্যাধুনিক পরীক্ষা-নিরীক্ষাসহ অবকাঠামোর উন্নয়ন ঘটেছে। আমাদের আগামী পরিকল্পনা প্রচুর রয়েছে যা আপনাদের সহযোগিতা পেলে বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব। সঞ্চালকের দায়িত্ব পালন করেন খন্দকার সঞ্জিতা জামান।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইবি থানায় গরু চোর চক্রের ৬ সদস্য সহ ২ টি গরু আটক।

ভেড়ামারায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ অনুষ্ঠিত।

ভারতে পাচার হওয়া ১২ বাংলাদেশি নারী বেনাপোলে হস্তান্তর

কতৃত্ব নয় জনগনের সেবক হয়ে কাজ করতে চাই

রাসিকের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত।

রংপুরে হামলার শিকার যুবলীগ নেতা, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড।

রাজ আসায় ঘরের দরজা না খোলার কারণ জানালেন পরী।

মৌসুমের শুরুতেই রংপুরের বাজার সয়লাব হয়ে গেছে হাঁড়িভাঙ্গা আম।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ওরফে আরিফ বাপ্পীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালের পর তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মোঃ নুরুজ্জামান রাজু হবিগঞ্জ জেলা প্রতিনিধি সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পদ থেকে মো. মোশারফ হোসেনকে অব্যাহতি দেওয়া হলো।’ জানা গেছে, গত শুক্রবার বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, বাপ্পী অজ্ঞাত এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন ও তাকে উড়ো চুম্বন দিচ্ছেন। গোসলরত তরুণীকে দেখে এক পর্যায়ে বাপ্পী নিজেও বিবস্ত্র হয়ে পড়েন। পরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে ছাত্রলীগে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী ভিডিওটি এডিটিং করা হয়েছে বলে তার ফেসবুক পোস্টে দাবি করেন। এবং তিনি এই মর্মে বানিয়াচং থানায় ডিজি করেন । সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন জানান, রোববার রাতে বাপ্পীকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে তার জায়গায় কাউকে এখনও ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়নি।

কাউনিয়া কৃষি অফিসের প্রণোদনায় ধান বীজ ও সার বিতরণ