- আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরিক্ষার্থীরা বৃষ্টির কারনে বহু ভোগান্তিতে পড়েছিল
বিকাশ দাসগুপ্তঃ বিশেষ প্রতিনিধিঃ
আজকের এলএলবি পরীক্ষা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ওখানে পরীক্ষা থীরা অনেক ভোগান্তিতে পড়ছে অনেক ডিস্ট্রিক্ট থেকে অনেক উপজেলা থেকে ছাএ ছাএীরা এসেছে ওই সময় পরীক্ষাথীরা বলেন পরীক্ষা ছলা কালিন বৃষ্টি সকাল থেকে টানা বৃষ্টি হয়েছে বৃষ্টি চলের কারণে অনেক উপজেলা মানুষ ঢাকায় ওসেছে পরীক্ষা দেওয়া জন্য এসে তারা বলেন কষ্ট করে বৃষ্টিতে ভিজে গেছে অনেক ছাএ ছাএীরা প্রশ্ন নিয়ে ভিজে গেছে যাদের বই নিয়ে গাজিয়ানারা বাহিরে ছিল তারা সমস্যা মুখি হয়েছে এবং যারা দূর দুরান্ত থেকে এসেছে তারা বেশি কষ্ট পেয়েছে যারা ঢাকার আছে উপজেলা শুলোর থেকে এসেছে ওরা বলেছে অনেকটাই ভালো করে পরীক্ষা দিতে পারে নাই কারণ বৃষ্টিতে ভিজে পুরো পরীক্ষা হলে যেতে হয়েছে যার কারণে আমরা অনেক টা পরীক্ষা দিতে সক্ষম হই নাই সেই কারণে অনেক জনের পরীক্ষা পাস করতে না করে তে পারি কি করব মহান আল্লাহর উপর ভরসা রেখে পরীক্ষা সাথে মোকাবিলা করেছি সৃষ্টিরকতার কাছে ভরসা রেখে পরীক্ষা দিতে পেরে অনেক টা সেই প্রত্যাশা করে আমার যার যার এলাকায় ফিরে যাচ্ছি এবং চলে যাবদুঃখ একটাই আজকের এই দিনে বৃষ্টি টা দিয়েছে মহান আল্লাহ মহান আল্লাহ ভাগ্য যা রেখেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করেবেন