ভোলাহাটের গোহালবাড়ী ইউপিতে সামাজিক সুরক্ষার মতবিনিময় সভা
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি মো: শহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ আয়োজিত মোহবুল্লাহ কলেজ মাঠে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৩ নভেম্বর সোমবার সকাল ১০ টার দিকে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মুঃ জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আশরাফুল হক চুনু, জেলা পরিষদ সদস্য মোসাঃ হোসনে আরা পাখি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল গাফফার মুকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ রেজাউল করিম বাবলুসহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ,ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
মতবিনিময় সভায় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরেন।বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজের অগ্রগতি তুলে ধরেন। তিনি স্বাধীনতার পক্ষে মুক্তিযোদ্ধার চেতনা অন্তরে লালন করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে সবার কাছে নৌকায় ভোট চান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আশরাফুল হক আশরাফ।
ছবিক্যাপশন: ভোলাহাটে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় অতিথিগণ।