ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইল খেলা
জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল
পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সক্রিয় অংশগ্রহণ ঘটাতে ধনবাড়ী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল কলেজের খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এতে ধনবাড়ী সরকারি কলেজের ডিগ্রি
এবং ইন্টার সেকেন্ড ইয়ার
দুটি সেশনের শিক্ষার্থীরা অংশ নেন। চারদিনব্যাপী গ্রুপ পর্বের খেলায় চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি হয় ডিগ্রী বনাম ইন্টার সেকেন্ড ইয়ার । টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করেন ইন্টার সেকেন্ড ইয়ার । অন্যদিকে ১৫৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে ডিগ্রী ব্যাচ তারা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রানে করে ১৫ রানের ব্যবধানে হেরে যায়।
পরে প্রতিযোগীদের মধ্যে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন
ধনবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতান আহম্মেদ
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়। পড়াশোনার পাশাপাশি মানসিক অবসান দূর করতে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা ধুলা প্রয়োজন।আমি প্রত্যাশা করি এই ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মানসিক এবং শারীরিক বিকাশ ঘটবে।
এসময় আরও উপস্থিত ছিলেন
খালেদা খাতুন
প্রভাসক
সমাজ কর্ম বিভাগ, এ কে এম আতিকুর রহমান
শরীরচর্চা শিক্ষক শিক্ষক ধনবাড়ী সরকারি কলেজে, জহিরুল ইসলাম মিলন, সাধারণত সম্পাদক ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব।
সহ অন্যান্য বিভাগের শিক্ষকরা।