চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বাস সিএনজি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চন্দনাইশ উপজেলার একই পরিবারের ৭জন নিহত হয়েছে।
রিপোর্টারঃ বিকাশ দাশ গুপ্ত।
মঙ্গলবার (৭ নভেম্বর) হাটহাজারী উপজেলার চারিয়ায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে দুপুর ১২টার দিকে একটি বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় নিহত হন সিএনজির সব যাত্রী। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা যায়।
নিহতরা হলেন চন্দনাইশ উপজেলার ২নং জোয়ারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মোহাম্মদপুর এলাকার দুলাল মাষ্টার বাড়ীর বিপ্লব (২৭), বাপ্পা (৩২), রিতা (৪০), শ্রাবন্তী (১৮), বর্ষা (১০), দ্বীপ (০৩), দিগন্ত (০৩)।
নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও তিনটি শিশু। শিশুদের মধ্যে দুজন ছেলে। হাটহাজারি থানার ডিআইও মাঈনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
এদিকে বাস সিএনজি দুর্ঘটনায় একই পরিবারের ৭জন নিহত খবর নিহতের গ্রামে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারের সদস্যদের বুকফাটা কান্নায় পুরো এলাকা ভারি হয়ে উঠে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল হাকিম জানান, সবাই মিলে রীতা দাশের বাপের বাড়ি শ্রাদ্ধে যাচ্ছিলো। যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আমরা শোকে স্তব্ধ। আমি নিহতদের বাড়ীতে গিয়েছি।
এ দূর্ঘটনায় নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক জয় দাশ গুপ্ত তাঁর ফেইসবুক থেকে শোকপ্রকাশ করে লিখেন সড়ক দূর্ঘটনা কেরে নিলো ৭ জনের তাঁজা প্রাণ। আমরা গভীর ভাবে শোকাহত নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।