রাজবাড়ীতে উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভাকরলেন এমপি জিল্লুল হাকিম
মোঃ ইমদাদুল হক রান (রাজবাড়ী)
রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বি এম বিসি উচ্চবিদ্যালয় মাঠে ২৮ অক্টোবর নেতৃত্বের লোক নেতৃত্ব দেওয়া লোক থাকা দরকার বিকালে উপকার ভোগিদের সাথে মত বিনময় করেন এমপি জিল্লুল হাকিম।
শেখ হাসিনা আশ্রায়হীন মানুষদের স্থায়ী বসবাসের ঠিকানা দিয়েছেন, যা পৃথিবীর ইতিহাসে বিড়ল, পৃথিবীর অনেক উন্নত দেশেও এ ব্যবস্থা নেই এমন কোন প্রধান মন্ত্রীও নেই শেখ হাসিনা ছাড়া এই সাহসী প্রদক্ষেপ গ্রহণ করতে পারে। এক সময় যারা রাস্তার পাশে স্কুলের বাড়ান্দায় কসবাস করেছে শেখ হাসিনা তাদের ২ শতাংশ জমিসহ ঘর পাকা ঘর নির্মান করে দিয়েছেন, এ সকল সুবিধা আরে বেশী পেতে হলে শেখ হাসিনাকে পূনরায় নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বয়স্ক বিধবা প্রতিবন্ধীদের সম্মান নিয়ে বাচাঁর অধিকার দিয়েছেন, আজ সরকারের বিভিন্ন সুবিধা পেয়ে সম্মানের সাথে তারা জীবনযাপন করছে, আওয়ামীলীগ সরকার ১০০ টাকা দিয়ে এ সকল ভাতা শুরু করেছিল আজ তা বেড়ে ৫৫০, ৮৫০ টাকা হয়েছে, মাতৃত্বকালীন ৩৬ হাজার টাকা পাচ্ছেন মায়েরা। সমাজে একজন অসহায় বৃদ্ধার কোন মূল্যায়ন না থাকলেও শেখ হাসিনা অনভব করেছিল তাদের জন্য কিছু করার সেই তাগিদে আজ বাংলাদেশে কয়েক কোটি মানুষ সরকারে এসকল সুবিধা পাচ্ছে।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনয়িন পরিষদের আয়োজনে রামদিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে সরকার প্রদত্ত উপকারভোগীদরে সাথে মত বিনিয়ম সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে এসব কথা বলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
শনিবার ইসলামপুর ইউনয়িন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার’র সভাপতিত্বে ও ইসলামপুর ইউনিয়ন আাওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসনে মন্ডল”র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বত্তব্য রাখেন জেলা আাওয়ামীলীগ সহ সভাপতি ফকরুজ্জামান মুকুট, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজলো ভাইস চেয়ারম্যান মনরিুজ্জামান মনরি, উপজলো আাওয়ামীলীগের সভাপতি এম,এ হান্নান মোল্লা, উপজলো আাওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হাকমি সাধন, ইসলামপুর ইউনয়িন আাওয়ামীলীগ সভাপতি বশির আহম্মদে মনিু সুবিধাভোগী মোঃ ফারুক হোসনে ও আবদুল্লাহ প্রমুখ।
এ সময় ইসলামপুর ইউনিয়নের কয়েক হাজার সুফলভোগী ও স্থানীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।