Wednesday , 25 October 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

গাজীপুরে এক নারীর কাছ থেকে জোর পূর্বক অত্যাচার করে তালাক নেয়ার চেষ্টা করছে তার স্বামী এ অভিযোগ করেছে স্ত্রী

প্রতিবেদক
Staff Reporter
October 25, 2023 10:32 am

 

নিজস্ব প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ১৪ নং ওয়ার্ডের ইসলামপুর মহল্লার নয়াপল্লী নামক স্থানের স্থায়ী বাসিন্দা মোসাঃ আজিরন নেসা (৫০) পিতা মৃত অছিমদ্দিন মিডিয়ার কাছে এ তথ্য দিয়েছে  তার স্বামী  উক্ত মহল্লার স্থায়ী বাসিন্দা মোঃ ইউসুফ আলী(৫০) পিতাঃ আঃ রহমান দির্ঘ্য ৬/৭ মাস যাবত বিভিন্ন ভাবে অত্যাচার ও মারধোর করে তার কাছ থেকে সংসার করবে না বলে তালাক নেয়ার চেষ্টা করছে বলে মোসাঃ আজিরন নেসা মিডিয়ার কাছে এ তথ্য দেয়। দির্ঘ্য ১৩ বছর আগে তাদের বিবাহ হয় বিবাহের পর থেকে তাদের সংসার জীবন ভাল ভাবেই কাটছিল এর মাঝে তারা স্বামী ও স্ত্রী হজ্জ সমন্ন করেও আসে। কিন্তু ছয়/সাত মাস আগে হঠাৎ করে আজিরন জানতে পারে তার স্বামী মোঃ ইউসুফ আলী মোসাঃ পারভিন (৩২) পিতা মোঃ আজিম মোল্লা নামে মাগুরা জেলার এক মেয়েকে বিয়ে করে অত্র গাজীপুরের বাসন থানা এরিয়ার বাসন সড়ক নামক স্থানের একটি ভাড়াটিয়া বাড়িতে রেখেছে এই ঘটনা জানারপর থেকে ইউসুফ আলী  ও  আজিরনের সংসারে নেমে আসে অশান্তির কালো ছায়া শুরু হয়ে যায় স্বামী  স্ত্রীর মধ্যে কলহ আজিরন জানতে পারে ০৯/০৫/২৩ ইং মোসাঃ পারভীন(৩২) কে তার স্বামী মোঃ ইউসুফ আলী বিবাহ  করে এই বিবাহের রেজিষ্ট্রি কাগজ মোসাঃ আজিরনের কাছে রয়েছে তা  মিডিয়ার লোকজন কে দেখিয়েছে। বিশেষ  তথ্য আমরা জানতে পারি  মোসাঃ আজিরন নেসা  হল মোঃ ইউসুফ আলীর ২য় স্ত্রী মোঃ  ইউসুপ আলী ১ম স্ত্রীও বিদ্যমান রয়েছে তার নিজ বাড়িতে ঘটনা সূত্রে এটা দাড়াঁল মোসাঃ পারভীন (৩২) মোঃ ইউসুফ আলীর ৩য় স্ত্রী  আর মোসাঃ আজিরন নেসা হল মোঃ ইউসুফ আলীর ২য় স্ত্রী। পর সমাচার মোসাঃ আজিরন নেসা ঘটনাক্রমে  ১৬/০৯/২৩ ইং আনুমানিক দুপুর ১.০০ ঘটিকায়  সময় স্বামীর ৩য় স্ত্রী  মোসাঃ পারভীনের ভাড়া বাসা বাসন সড়ক  যায় বাসায় গিয়ে তাদের স্বামী ইউসুফ আলী কে সেখানে দেখতে পেয়ে স্বামী মোঃ ইউসুফ আলী কে  নানান প্রশ্ন করতে থাকে তখন তাদের মধ্যে বাক বিন্ডতা হয় এবং ৩য় স্ত্রী  এবং  স্বামী ইউসুফ আলী  ২য় স্ত্রী  মোসাঃ আজিরন নেসাকে মারধোর করে সেই বাসায়  এ কথা মোসাঃ আজিরন নেসা আমাদের মিডিয়ার লোকজন কে জানায়  এবং এই মারধোরের ব্যাপারে নিয়ে বাসন থানায় মোসাঃ আজিরন নেসা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন স্বামী ইউসুফ আলী ও ৩য় স্ত্রী  মোসাঃ পারভীনে কে আসামী করে  উক্ত অভিযোগের তদন্ত ভার বাসন থানার এ এস আই সিরাজুল করেন আমরা তার সাথে কথা বলি এবং তিনি জানান অভিযোগের বিষয় টি তিনি সমাধান করে দিয়েছেন। আজ২৪/১০/২৩ ইং মোসাঃ আজিরন নেসা আমাদের মিডিয়ার লোকজন কে ডেকে এসমস্ত তথ্য দেয় এবং এও জানায় গতকাল তার স্বামী মোঃ ইউসুপ আলী আজিরনের বাপের জায়গায় নিজের টাকায় তৈরি করা বাসায় এসে তাকে দুষচরিত্রা বলে গালিগালাজ করে এবং তালাক দিতে বলে না দিলে তার ছোট স্ত্রীর আত্মীয় অনেক অনেক  ক্ষমতা শালী তাকে দিয়ে উপযুক্ত ব্যবস্থা নেবে  বলে শাসিয়ে চলে যায়  এবং আজ২৪/১০/২৩ ইং আনুমানিক দুপুর  ১.০০ ঘটিকায় মোসাঃ আজিরনের বাসায় আবার এসে তাকে দুষচরিত্রা বলে গালিগালাজ করে এবং আজিরনের তলপেটে লাথি মারে একটা এবং মাছ কাটার বটি দিয়ে মারতে আসে এবং আজকেও তালাক দেয়ার  কথা বলে,  বলে আজিরন নেসা আমাদের জানান। আমরা মিডিয়ায় লোকজন বিষয়টি নিশ্চিত করার জন্য  ভাড়াটিয়াসহ আশেপাশের  লোকজন কে ডাকি উক্ত বাসার ভাড়াটিয়া টুটুল ও অতিক হাসান আজকের ঘটনা সত্য বলে  নিশ্চিত করে এবং এও বলে তারা ছয় সাত মাস যাবত তাদের সংসারে  ঝগড়া জাটি মারামারি হয়ে আসছে তারা দেখে আসছে । সর্বোপরি মোসাঃ আজিরন নেসা আমাদের মিডিয়াকে বলেন তার স্বামী ৩য় বিয়ে করার পর থেকে  নানা আজুহাতে ঝগড়া ও মারামারি করে স্বামী  মোঃ ইউসুফ তাকে  ডিভোর্স দিতে বলে আসছে। আমরা মিডিয়ায় লোকজন এসব তথা  জানার জন্য স্বামী মোঃ ইউসুফের সাথে যোগাযোগ করার চেষ্টা করি পরিশেষে তার ৩য় স্ত্রী  পারভীনের মুঠোফোনে তার যোগাযোগ পাই তাকে এসব বিষয়ে জিজ্ঞেস করলে সে সবি স্বীকার করে কিন্তু এও বলে সে আজিরনের বাসায় গিয়েছিল কিন্তু তাকে মারধোর করেনি উল্টো তাকে আজিরন নেসা ঝাড়ু দিয়ে পিটিয়েছে  এবং আরো বলেছে আজিরন তার আগের স্বামীর এক আত্মীয়ের সাথে অবৈধ সম্পর্কে আছে  কিন্তু আমরা মিডিয়ায় লোকজন এরকম কোন তথ্য পাইনি  হজ্জ করা  নারী মোসাঃ আজিরন নেসার বিরুদ্ধে।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শেখ হারিস সাগর মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছেন চাঁদপুর ৪ আসনের জন্য 

যশোর জেলা অভয়নগর উপজেলায় ৭৫তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস -২০২৩ উদযাপন করা হয়।

কচুয়া উপজেলায় জগতপুর গ্রামের সংগঠন “একতা-বন্ধন” এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগতপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে প্রায় ১ হাজার চারা গাছ বিতরণ করা হয়।

টুঙ্গিপাড়া বর্নি ইউনিয়নে দুজনের কথা- কাটাকাটি নিয়ে মারামারি।

রংপুরের গঙ্গাচড়ায় পৃথক ঘটনায় দুইটি মৃতদেহ উদ্ধার।

রংপুর – ঢাকা মহাসড়ক যেনো বাড়ির উঠান চলছে ধান-খড় শুকানোর কাজ।

কুষ্টিয়ায় সর্বজনীন পেনশন নিয়ে সভা।

নৌকার পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়েছেন হায়েত আলী মেম্বার

কুষ্টিয়ায় আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা

একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের কার্যকরী কমিটি গঠন।