গাজীপুর এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার
সাজ্জাকুল ইসলাম রাজ্জাক
গাজীপুর মহানগর বাসন থানাধীন ইসলামপুর মহল্লার শরীফ মার্কেট নামক স্থানের জনৈক মাওলানা শামসুর রহমান এর পশ্চিম দুয়ারী আধা পাকা ঘরের বাসা ৩ নং নম্বর রুমের ভিতর মেঝেতে।
২৪/১০/২০২৩ খ্রিঃ সময়-১১.০০ ঘটিকায় ইং-২৩/১০/২০২৩ খ্রিঃ ঘটনাস্থলের উত্তর পাশের ৪ নং কক্ষের ভাড়াটিয়া মোছাম্মদ আখি মনি (১৮) স্বামী গোলাপ আলী (টার্গেট গার্মেন্টস এর কর্মী) পেরির চর, বকশীগঞ্জমালর্পুর। এপি-গাজীপুর মেট্রোপলিটন এর বাসন থানাধীন ইসলামপুর শরীফ মার্কেট নামক স্থানের জনৈক মাওলানা শামসুর রহমান এর বাসা ৪ নং নম্বর রুমের ভাড়াটিয়া। (০১৯৯০৪২৬৩২৩) সকালের খাবার খাওয়ার সময় মরা, পঁচা দুর্গন্ধ পেয়ে তিনি আশপাশে কিছু মরেছে কিনা খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে একই বাড়ির পাশের পাশের ৩ নং ভাড়াটিয়ার রুম হতে উক্ত বন্ধ ছড়ানো পরিলক্ষিত হলে। তিনি বাড়িওয়ালার কন্যা – সিদ্দিকা ফারহানা শারমিন কে পঁচা গন্ধ পাওয়ার বিষয়টি জানান। পরে ইং- ১১.৩০ ঘটিকায় বাড়িওয়ালার কন্যা ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় দরজা খুলে দেখেন তার ভাড়াটিয়া রুমের ভিতর ভাড়াটিয়ার স্ত্রীর পঁচা লাশ পড়ে আছে। উক্ত সংবাদ থানায় প্রাপ্ত পেয়ে এসি (সদর জোন), এডিসি ক্রাইম(উত্তর) ওসি বাসন,ইন্সপেক্টর (তদন্ত) বাসন থানা, সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে
উপস্থিত হয় ও অনুসন্ধান কার্যক্রম শুরু করেন। লাশের নাম ঠিকানা বাড়িওয়ালা কে জিজ্ঞেস করে এবং প্রতিবেশী ভাড়াটিয়াদের জিজ্ঞাসা করে পাওয়া যায় নাই। তবে ঘটনাস্থলে নাসা গ্রুপ এর কর্মচারীর আইডি কার্ড পাওয়া যায় যাহাতে তার নাম মোছাঃ শিখা বেগম আইডি নং ১১০০০৫২৩২৪২ লেখা আছে কিন্তু স্থায়ী ঠিকানা উল্লেখ নাই। অনুসন্ধান অব্যাহত আছে। ভিকটিমের স্বামীর (নাম ঠিকানা অজ্ঞাত) এবং পলাতক আছে ।
বাসন থানার এসআই (নিরস্ত্র)/ মোঃ হানিফ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে।
সিদ্দিকা ফারহানা শারমিন বাড়িওয়ালার মেয়ের কাছে ভিকটিমের নাম ও তাদের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমার কাছে তাদের সম্পর্কে কোন তথ্য নেই এমন কি তাদের আইভি কাড নেই এবং ভাড়াটিয়া ফরম পূরণ করে জমা নেওয়া হয়নি
যেহেতু ভিকটিম এর স্বামী পালাতক আছে এবং লাশটি পঁচা, সেহেতু পরিকল্পিতভাবে ভিকটিম এর স্বামী কর্তৃক হত্যাকাণ্ড হয়েছে বলে সন্দেহ হয়। বিস্তারিত ময়না তদন্তে মূল ঘটনা প্রকাশ পাবে।