গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
নিজস্ব প্রতিবেদনঃ
আইন মেনে সড়কে চলি ইস্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গাজীপুর সার্কেলর উদ্যোগে সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাওয়াল সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদ হোসেন,গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ আবু নাঈম, মুহাম্মদ অহিদুর রহমান, সাইদুল ইসলাম সুমন
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিআরটিএ গাজীপুর সার্কেলের কর্মকর্তা কর্মচারী, গাজীপুর জেলা সড়কের কর্মকর্তা,পরিবহণ শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ।