গাজীপুরে ক্লুলেস ডাকাতি মামলার ১০ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটনসহ ৪ ডাকাত গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদন
গাজীপুরে ক্লুলেস ডাকাতি মামলার ১০ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটনসহ ৪ ডাকাত গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
দুপুরে জিএমপির অপরাধ উত্তরের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অপরাধ উত্তরের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামছুর রহমান।
তিনি জানান, গত ৩১ জুলাই রাত আটটার দিকে দুলাল মিয়সহ তিনজন গার্মেন্টসের জুট মালামাল ক্রয়ের জন্য প্রাইভেট যোগে সদর থানাধীন আদাবৈ পেয়ারা বাগান এলাকায় পৌছালে ১৪/১৫ জন ডাকাত তাদের গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে মিম্মি করে পাশেই বাউন্ডরীর ভিতরে নিয়ে বেধরক মারধর করে নগত সারে চৌদ্দ লক্ষ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
পরে ভুক্তভোগী দুলাল মিয়াসহ তিনজন সদর থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগের পেক্ষেতি গত ১ অক্টোবর মামলা রুজু হলে গতকাল তাদেরকে জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
একই সংবাবাদ সম্মেলনে তিনি জানান,আন্তজেলার মোটর সাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
পরে তাদের মিরান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
####
গাজীপুর
০৩/১০/২০২৩
গাজীপুরে ক্লুলেস ডাকাতি মামলার ১০ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটনসহ ৪ ডাকাত গ্রেফতার।
গাজীপুরে ক্লুলেস ডাকাতি মামলার ১০ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটনসহ ৪ ডাকাত গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
দুপুরে জিএমপির অপরাধ উত্তরের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অপরাধ উত্তরের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামছুর রহমান।
তিনি জানান, গত ৩১ জুলাই রাত আটটার দিকে দুলাল মিয়সহ তিনজন গার্মেন্টসের জুট মালামাল ক্রয়ের জন্য প্রাইভেট যোগে সদর থানাধীন আদাবৈ পেয়ারা বাগান এলাকায় পৌছালে ১৪/১৫ জন ডাকাত তাদের গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে মিম্মি করে পাশেই বাউন্ডরীর ভিতরে নিয়ে বেধরক মারধর করে নগত সারে চৌদ্দ লক্ষ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
পরে ভুক্তভোগী দুলাল মিয়াসহ তিনজন সদর থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগের পেক্ষেতি গত ১ অক্টোবর মামলা রুজু হলে গতকাল তাদেরকে জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
একই সংবাবাদ সম্মেলনে তিনি জানান,আন্তজেলার মোটর সাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
পরে তাদের মিরান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
সোহেল মাহমুদ
গাজীপুর মহানগর
####
০৩/১০/২০২৩