কুষ্টিয়া মাদক বিরোধী অভিযানে গ্রেফতার
৪ জন
মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া :-
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
” ক “সার্কেল এর পরিদর্শক মোহাম্মদ বেলাল হোসেন এবং সহকারী উপ-পরিদর্শক ও
সর্ব সিপাইগনদের সাথে নিয়ে একটি রেইডিং পার্টি গঠন করে, কুমারখালী থানাধীন অভিযান পরিচালনা করে অবৈধ মদ অ্যালকোহল সহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন,
গ্রেফতার কৃতরা হলেন,,
১ নং আসামী কুমারখালী থানাধীন গোহাট এলাকার মোঃ ইয়াকুব আলীর ছেলে, মোঃ ছামসুল( ৪৫) কে অবৈধ মদ অ্যালকোহল রাখার অপরাধে গ্রেফতার করেছেন
দ্বিতীয় আসামি কুমারখালী থানার পান বাজারের মোঃ কিতাব আলীর ছেলে মোঃ সোহাগ আলী( ২৩) কে অবৈধ মদ অ্যালকোহল রাখার অপরাধে গ্রেপ্তার করেন
তৃতীয় আসামি কুমারখালী থানাধীন পশুহাট সংলগ্ন মৃত সোহানের ছেলে, মোঃঅনিক হোসেন( ২৯)কে অবৈধ মদ রাখার অপরাধে গ্রেপ্তার করেছেন
চতুর্থ আসামী কুমারখালী গরুহাট থেকে,
মিরপুর মশান বাজারের
মৃত মাহাতাব উদ্দিনের ছেলে
মোঃ মাহাবুর রহমান( ৪৩) কে অবৈধ মদ অ্যালকোহল রাখার অপরাধে গ্রেফতার করেছেন, মাহবুবের নিজ গ্রাম এবং সকল আসামিকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ এর (৫) ও ৩৬ এর (১)ধারা মোতাবেক বিভিন্ন মেয়াদে সাজা প্রদান,
করেন
আমিরুল আরাফাত
সহকারী কমিশনার (ভূমি)
ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া
অভিযান শেষে আবেদন দাখিল এবং অভিযানে নেতৃত্বদানকারী পরিদর্শক মোঃ বেলাল হোসেন সাংবাদিকদের বলেন সরকার মাদকের উপর জিরো টলারেন্স ঘোষণা করেছে,
আমাদের অভিযানও চলমান থাকবে,
এবং মাদককে নির্মূল করেই ছাড়বো ইনশাআল্লাহ, আজকের এই মাদক বিরোধী অভিযানে কুমারখালী থানার শান্তিপ্রিয় সকল জনতা সাধুবাদ জানিয়েছেন