অধ্যক্ষ ড. মঈনুল ইসলাম পারভেজের মুক্তির দাবীতে হবিবপুর গ্রামবাসীর মানববন্ধন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
জগন্নাথপুরের মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ঠ লেখক ও গবেষক ডঃ মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ এর নি:শর্ত মুক্তির দাবীতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল শান্তিনগর পয়েন্টস্থ হবিবপুর গ্রামের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ এলাকার একজন স্বনামধন্য ব্যাক্তি। তিনি হবিবপুর গ্রামের কৃতি সন্তান।
হলিয়ারপাড়া মাদরাসা নিয়ে গ্রামের দু’পক্ষের বিরোধকে কেন্দ্র করে মাওলানা মঈনুল ইসলাম পারভেজকে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে ।
বর্তমানে তিনি এ মামলায় জেল হাজতে রয়েছেন।
উক্ত সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা আরো বলেন ধর্যের বাঁধ ভাঙ্গলে ষড়যন্ত্রকারীরা পালাবার রাস্তা খুঁজে পাবেনা।
বক্তারা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অধ্যক্ষ মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ এর নি:শর্ত মুক্তি দাবী করেন।
হবিবপুর গ্রামের বজলুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা আকবর আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল হক শফিক, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, সাবেক কাউন্সিলর তাজিবুর রহমান, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন, শান্তিনগর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী আব্দুল হান্নান, কমিটির সদস্য আনিসুর রহমান, হলিয়ারপাড়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুল হক, সমাজসেবক আব্দুল মনাফ, কবির উদ্দিন, সাহেদ আহমদ, মাওলানা সমসু মিয়া সুজেল, হাফিজ শিহাব উদ্দিন, ডাক্তার আশরাফ আলী, মাহমুদুল হাসান সহ আরো অনেকে।
এসময় এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার লোকজন মানবন্ধনে অংশ নেন।