কারেন্টের মিটার হতে আগুন সৃষ্টি প্রায় দুই ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণ
মো: লিটন উজ্জামান (কুষ্টিয়া) :-
১৩ সেপ্টেম্বর বুধবার কারেন্টের মিটার হতে আগুন সৃষ্টি হয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে,
১১ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫:৩০ মিনিটের সময় মোছা: কানচন মালা স্বামী:- মৃত গ্রাম:- বকতারপুর (কুচিয়ামোড়া) থানা:- ভেড়ামারা, জেলা:- কুষ্টিয়া, কারেন্ট এর মিটার হতে আগুন সৃষ্টি হয়ে বসত ঘরে আগুন লাগে। ১ টি গরু, ২ টা সেলাই মেশিন, ৩ মোন চাউল, ঘরের যাবোতিও জিনিস পত্র পুরে কয়লা কয়লা। প্রায় দুই ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে দুটি বসত বাড়ি পুড়ে ছাই ছাই হয়ে যায়, তাহার চাউল কিনে রান্না করে খাওয়ার মত কিছুই নেই, নেই থাকার কোন ব্যাবস্থা, ব্যাবহার করার মতো পড়ার কোন কাপড়-লুঙ্গি কোন কিছুই নেই তাহার স্বামী:- মৃত, কোন রকম দিন কাটিয়ে জীবন জাপন করে যাচ্ছেন, দুইটা ছেলে নিয়ে বর্তমানে খুবই দুরর্দশার ভিতর পড়ে আছেন এই পরিবারটি সরকারের কাছে আকুল আবেদন জানিয়ে সবার কাছে সাহায্যের হাত বারিয়েছেন ——–
যোগাযোগের ঠিকানা:-
মো: আল-আমিন
পিতা:- মো: নহির
গ্রাম: বকতারপুর (কুচিয়ামোড়া)(ঠাকু-দৌলতপুর)
মোবাইল :- ০১৩০৫৮২১১০৬
অথবা:
সাংবাদিক লিটন উজ্জামান
মোবাইল:- ০১৭৮৭৪০০৫২৪