সৈয়দা নিলুফা কাদেরীর দাফন সম্পন্ন
জাহিদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
অনন্য সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পাবনা পৌর সভারূ বারবার নির্বাচিত কাউন্সিলর আলহাজ্বা সৈয়দা নিলুফা কাদেরীর জানাজা নামাজ আজ বুধবার, দুপুর ২টায় পাবনাস্থ বাংলাদেশ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।জানাজার নামাজে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক সচিব ডা.মজিবুর রহমান,পাবনা মোটর মালিক গ্রুপের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম,মাহাতাব বিশ্বাস রিয়েল স্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস,পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিঁনুর ইসলাম রেমন,মরহুমার বড় ছেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও পাবনা জেলা শাখার সাধারণূ সম্পাদক মাহফুজ আলী কাদেরী ও ছোট ছেলে লন্ডন বারকিং এন্ড ডেগেনহামূ মিউনিসিপ্যালের কাউন্সিলর পৌরসভা মঈন আলীঊ কাদেরীঊ।জানাজায় মরহুমারূ স্বামী পাবনা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি প্রবীণ এ্যাডঃ জহির আলী কাদেরী,জেলা বি এন পির সাবেকূ সাধারণ সম্পাদক এ্যাডঃশাহজাহান আলী,পাবনাঊ আইনজীবি সমিতির সাধারণ সম্পাদকূ এ্যাডঃ আব্দুলূ আহাদ বাবুঊ
জেলা বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন প্রমুখ।।