ভেড়ামারা থানা পুলিশের পৃথক অভিযানে ২ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।
মো: লিটন উজ্জামান (কুষ্টিয়া) :-
কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে দুইজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কে গ্রেফতার করেছে। আজ ১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো খুলনা দৌলতপুর থানার জি আর ৫৯৭/০৭ মামলায় ২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি মোঃ তৌহিদুল ইসলাম ওরফে মহিদুল লস্কর, পিতা – দুলাল লস্কর, সাং- জগশ্বর, থানা -ভেড়ামারা, জেলা -কুষ্টিয়া এবং ভেড়ামারা সি আর মামলা নং ৯১/১৭ এর ০৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোছাঃ মিনু খাতুন, স্বামী -মোঃ আবু হোসেন, সাং -নবগঙ্গা, থানা ভেড়ামারা, জেলা -কুষ্টিয়া।