Tuesday , 12 September 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

গাজীপুরের জি.এম.পি. বাসন থানা কর্তৃক সংঘবদ্ধ আন্তঃ জেলা পিকআপ চোর চক্রের মূল হোতা সহ চক্রের ০৯ সদস্য গ্রেপ্তার ও চোরাই ০৪ টি পিকআপ উদ্ধার।

প্রতিবেদক
Staff Reporter
September 12, 2023 6:13 pm

মোঃ সাজ্জাকুল ইসলাম রাজ্জাক

অদ্য ০৯/০৯/২০২৩ ইং দুপুর ১২:৩০ মিনিটে জি.এম.পি. কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
বাসন থানার মামলা নংঃ- ০৯, তাংঃ- ০৯/০৯/২০২৩ইং খ্রীঃ, ধারাঃ ৩৭৯ পেনাল কোড। মামলার বাদী তাহার দায়েরকৃত এজাহারে জানায় তার মালিকানাধীন পিকআপ গাড়ী, যার রেজীঃ নংঃ- ঢাকা মেট্রো-ন-১৭৬৭০১, চেচিস নংঃ MAT44523 5JZR01031, ইঞ্জিন নংঃ – 275IDI05ARYS01336, মূল্য অনুমান ৬,০০,০০০/ (ছয় লক্ষ) টাকা। গাড়ীটি গত ০৫/০৯/২০২৩ ইং তারিখে আনুমানিক রাত ১০ ঘটিকার সময় বাসন থানাধীন ভোগড়া সাকিন্সত চট্টগ্রামগামী রোডস্থ স্কয়ার ফেক্টরির সামনে থেকে চুরি হয়ে যায়। উক্ত মামলার প্রেক্ষিতে উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) জনাব আবু তোরাব মোঃ শামছুর রহমান এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) জনাব মোঃ খাইরুল আলম এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) জনাব ফাহিম আসজাদ ও অফিসার ইনচার্জ বাসন থানা মোঃ আবু সিদ্দিক এর নেতৃত্বে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ রোকন মিয়া, এ.এস.আই (নিঃ) মোঃ ইব্রাহিম মিয়া, এ.এস.আই মোঃ নুরে আলম সিদ্দিকী সহ একাধীক টিম গঠন করে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। গাজীপুর জেলাধীন শ্রীপুর থানা এলাকা হতে আসামী ইয়াসিন এবং ইলিয়াস কে একটি পিকআপ সহ গ্রেপ্তার করে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত উক্ত আসামীদ্ব্য় কে এক দিনের পুলিশ রিমান্ড মুঞ্জুর করেন। উক্ত আসামীদ্বয়-কে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা আন্তঃ জেলা গাড়ী চুরি চক্রের সক্রিয় সদস্য এবং তাদের দখলে আরোও চোরাই পিকআপ গাড়ি রয়েছে। আসামীদের দেওয়া তথ্য অনুসারে আসামীদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে আসামী নাহিদ ও রমজান কে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে জি.এম.পির সদর থানাধীন সালনা এলাকার কাসেম বেপারীর গ্যারেজ হতে একটি পিকআপ গাড়ি উদ্ধার সহ তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তিতে আসামীদের কে নিয়ে গাজীপুর জেলাধীন কালিয়াকৈর থানা এলাকা হতে আসামী মোঃ বেলাল খা ও আব্দুল আলিমের নিকট হতে একটি চোরাই পিকাপ গাড়ি এবং ময়মনসিংহ জেলাধীন ফুলবারিয়া থানা এলাকা হতে আসামী বাবুল মিয়া এবং আবু বক্কর সিদ্দিকের নিকট হতে একটি চোরাই পিকআপ গাড়ি সহ মোট ০৪ (চার) -টি পিকআপ গাড়ী উদ্ধার করা হয়। এ সংক্রান্তে সর্বমোট ০৯ (নয়)- জন আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বাসন থানার মামলা নংঃ- ০৯, তাংঃ- ০৯/০৯/২০২৩ইং খ্রীঃ, ধারাঃ ৩৭৯ পেনাল কোড মামলায় (০১ নংঃ) মোঃ ইয়াসিন (১৯), পিতাঃ হাবিব, মাতাঃ ফাতেমা সাংঃ তরগাও, তুরাইন বাড়ি, থানাঃ কাপাসিয়া, জেলাঃ গাজীপুর। (০২ নংঃ) মোঃ ইলিয়াস (২৭), পিতাঃ মোঃ মানিক, মাতাঃ মোছাঃ পানিয়া, সাংঃ নারায়নপুর, থানাঃ শ্রীপুর, জেলাঃ গাজীপুর বর্তমান সাংঃ রাজেন্দ্রপুর, থানাঃ সদর, জেলাঃ গাজীপুর। (০৩ নংঃ) মোঃ রমজান (৩০), পিতাঃ মৃত ফালান, মাতাঃ মৃত অজুফা বেগম, সাংঃ বেপারীপাড়া, থানাঃ কাপাসিয়া, জেলাঃ গাজীপুর। (০৪ নংঃ) মোঃ নাহিদ (২৩), পিতাঃ মোঃ আলফাজ উদ্দিন, মাতাঃ মোছাঃ নুরজাহান, সাংঃ সুর্য নারায়নপুর, থানাঃ কাপাসিয়া, জেলাঃ গাজীপুর বর্তমান সাংঃ তেলিপারা, থানাঃ বাসন, জেলাঃ গাজীপুর। (০৫ নংঃ) মোঃ বেলাল খা (৪০), পিতাঃ মৃত রসিদ খা, মাতাঃ মোছাঃ সকিনা বেগম, সাংঃ পূর্ব নয়নপুর, থানাঃ সদর, জেলাঃ গাজীপুর। (০৬ নংঃ) মোঃ আব্দুল আলিম (৩০), পিতাঃ মৃত কফিল উদ্দিন, মাতাঃ মোছাঃ বানু বেগম, সাংঃ হালুকইওত, থানাঃ শ্রীপুর, জেলাঃ গাজীপুর। (০৭ নংঃ) মোঃ কাসেম বেপারী (৩৫), পিতাঃ মৃত আলম বেপারী, মাতাঃ মোছাঃ রয়মান বেগম, সাংঃ গোসাইর চর, থানাঃ দোহার, জেলাঃ ঢাকা। (০৮ নংঃ) মোঃ বাবুল মিয়া (৪০), পিতাঃ মৃত সাইদুর রহমান, মাতাঃ মোছাঃ আনোয়ারা বেগম, সাংঃ জাঙ্গালিয়া, থানাঃ ফুলবারিয়া, জেলাঃ ময়মনসিংহ। (০৯ নংঃ) মোঃ আবু বক্কর সিদ্দিক (৫২), পিতাঃ মৃত মকবুল হোসেন, মাতাঃ মোছাঃ সাবেরা খাতুন, সাংঃ ২০ নং আন্ডার চর, থানাঃ সদর, জেলাঃ নোয়াখালী।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শত বছরের ঐতিহ্য তালুক ভূবন কছিমিয়া মুরারকশাহী ঈদগাহ মাঠটি আজ হুমকির মুখে।

গণতন্ত্রের লেবেল লাগিয়ে বাকশাল কায়েম করা হয়েছে রংপুরে জিএম কাদের।

রংপুরে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী শরিফ সহ আটক চার।

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নিসচা উত্তর জেলা শাখার উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ।

রংপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ আ.লীগ নেত্রীর।

পীরগাছায় ৯১ বিজনেস ক্লাবের আয়োজনে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে –

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ ব্যবসায় বাদা দেওয়ায় প্রতিবেশীর উপর হামলা রমেকে ভর্তি তিন।

গাজীপুর মেট্রোপলিটন বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কতৃত্ব নয় জনগনের সেবক হয়ে কাজ করতে চাই

দিনাজপুর জেলায় কোতয়ালী থানা পুলিশ কর্তৃক চুরি ও ছিনতাই এর সাথে জড়িত ৩ যুবক ও ১ নারী গ্রেফতার