শেরপুর ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ গ্রেপ্তার-১
আল আমিন স্টাফ রিপোর্টারঃ
শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১০ বোতল মদ সহ মো. বিপুল মিয়া (২২)নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ সেপ্টেম্বর রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক শ্রীবরদী উপজেলার কুরুয়া এলাকার মো. নিজাম মিয়ার ছেলে। থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই হাবিবুর রহমান হাবিব, এএসআই মঞ্জুরুল হক ও মোজাম্মেল হক সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে সন্ধ্যাকুড়া- রাবার ড্যাম সড়কের মাঝামাঝি স্থানে ১০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ সহ বিপুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বিপুল মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।