দুই সাংবাদিক নেতার মুক্তির দাবিতে ডিইউজে’র বিক্ষোভ সমাবেশ।
নিজস্ব প্রতিবেদকঃ আশিক হাসান সীমান্ত ঢাকা
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র নির্বাহী কমিটির সদস্য কারাবন্দী তালুকদার রুমি ও সাংবাদিক নেতা রফিকুল ইসলাম দুলালের মুক্তির দাবিতে আগামীকাল ১১ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে পুলিশের হাতে আটক নেতৃদ্বয়ের মুক্তির দাবী জানিয়ে সংগঠনটি বিবৃতি দিয়েছিল।
- ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করবেন ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম। এতে উপস্থিত থাকার জন্য সদস্যদের অনুরোধ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম।