Sunday , 10 September 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

গাজীপুরে সালিশ বৈঠকে মারামারি

প্রতিবেদক
Staff Reporter
September 10, 2023 7:47 am

গাজীপুরে সালিশ বৈঠকে মারামারি

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরের ৩১ ওর্য়াডের পাকৈরদেশী এলাকায় পারিবারিক সালিশ বৈঠকে দু-পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে ১০/১৫ লোক ধারালো অস্ত্র দিয়ে ৪ জন কে কুপিয়ে যখম করে।
আহত ফাহাদ ডালী, ফয়সাল ডালী তাজুল ডালীকে প্রাথমিক চিকিৎসার জন্য শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়।
আহত ফাহাদ ডালী আংশকা জনক অবস্থায় থাকায় তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হামলার ঘটনায় আতাউল রসুল ভুইয়াসহ ১৬ জনকে অভিযুক্ত করে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আজাহার হোসেন ডালী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার সকালে জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে আজাহার হোসেন ডালী (৫৪) ও আতাউল রসুল ভুইয়া জাবের (৪৭) উভয় পক্ষের লোকদের নিয়ে পারিবারিক সালিশ বৈঠক বসে পাকৈরদেশী এলাকায় আজাহার হোসেন ডালী আমবাগানে। বৈঠকের কিছুক্ষণ পর আতাউল রসুল ভুইয়া জাবের পক্ষের কয়েকজন লোক উপস্থিত লোকদের গালমন্দ করতে থাকে। এক পর্যায় তা প্রতিবাদ করলে ১০/১৫ জন লোক ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। হামলার ঘটনায় অন্তত চারজন আহত। আহত তিন জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে অভিযোগের বাদী আজাহার হোসেন ডালী বলেন, রেকর্ড সুত্রে আমরা জমি ভোগ দখল করে আছি। কিন্তু প্রতিপক্ষ আতাউল রসুল ভুইয়া জাবের সেই জমি তার বলে দাবী করে আসছে। এ বিষয়ে পূবাইল থানা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান শিশির কে প্রধান করে পারিবারিক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ চলাকালে অতর্কিত ভাবে কয়েকজন হামলায় সালিশে উপস্থিত লোকদের উপর হামলা চালায়।
এ ঘটনার পর থেকে উক্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পীরগাছায় ৯১ বিজনেস ক্লাবের আয়োজনে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে –

গাজীপুরের ১৯ নং ওয়ার্ড দক্ষিণ সালনা অন্তঃসত্তা গৃহবধূকে জ-বা-ই করে হ-ত্যা ১ আহত ১।

রংপুরে তিস্তার পানি বিপৎসীমার ওপরে নিম্নাঞ্চল প্লাবিত।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর করব জিয়ারত খলিলুর রহমানের পক্ষ থেকে।

কেরানীগঞ্জ মডেল থানার উদ্যোগে অপেন হাউস ডে অনুষ্ঠিত হয় কলাতিয়া ইউনিয়ন বেলনা গ্রামের ১২নং পুলিশ বিট এ।

গাজীপুর জেলা ও মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়

আগুণে পুড়ে ক্ষতিগ্রস্হ পানবরজ এলাকা পরিদর্শনে যান কুষ্টিয়া-২ সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন।

ত্রিশালে ফিলিং স্টেশনের মালিকানা নিয়ে দুই সহদরের দন্দ

কাউনিয়ায় প্রাণী সম্পদ সেবা ও প্রদর্শনী মেলা উদ্বোধন।

তৃনমূল সাংবাদিক থেকে”জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান”লায়ন নূর ইসলাম,আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী।